সংসদ ভবনের বাইরে গম্ভীরের ছবি নিয়ে এবার মিমি-র পাল্টা অভিযোগ

ক দিন আগে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলায় তৃণমূলের দুই সেলেব সাংসদ মিমি চক্রবর্তী (Mimi) ও নুসরত জাহান (Nusrat Jahan)- কে খুব ট্রোল করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে।

বিনোদন Partha Chandra|
সংসদ ভবনের বাইরে গম্ভীরের ছবি নিয়ে এবার মিমি-র পাল্টা অভিযোগ
সংসদে মিমি-নুসরতের এই ছবি নিয়েই হয়েছিল বিতর্ক (Photo Credits: Twitter)

কলকাতা, ৩১ মে: ক দিন আগে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলায় তৃণমূলের দুই সেলেব সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও নুসরত জাহান (Nusrat Jahan)- কে খুব ট্রোল করা হয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে মিমি-নুসরতে আক্রমণ করে বলা হয়েছিল সংসদ শ্যুটিংয়ের জায়গা নয়। মিমির পরনে ছিল নীল ডেনিম ও সাদা শার্ট। খয়েরি ফরম্যাল সুটে ছিলেন নুসরত। মিমি-নুসরতের মতই কিছুটা একই কাজ করেন বিজেপি-র নতুন সাংসদ গৌতম গম্ভীর (Goutam Gambhir)। মিমি-নুসরতের মতই গম্ভীরও সুসজ্জিত হয়ে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। টুইটারে গম্ভীরের সেই ছবি নিয়ে টুইটার পোস্ট করেন এক মহিলা সাংবাদিক।

 

সেই মহিলা সাংবাদিক লেখেন, ফ্য়াশান পুলিসরা এখন কোথায় গেল! গম্ভীরকে আক্রমণ করতে কি ওরা ভুলে গেলে নাকি ও এটা শুধু মহিলাদের জন্যই। পরিষ্কার বোঝা যাচ্ছে, সেই মহিলা সাংবাদিক সুসজ্জিত হয়ে সংসদ ভবনের সামনে মিমি-নুসরতের ছবির প্রসঙ্গ তুলে গম্ভীরকে খোঁচা দিলেন। Teddy Day 2024-এ টেডি উপহার দেওয়ার আগে জেনে নিন কোন রঙের টেডি-র অর্থ কী!

  • Bharat Ratna: দাদু চরণ ভারতরত্ন, জয়ন্ত হয়তো পদ্মতেই!
  • Bharat Ratna সম্মান নরসিমা রাও, চরণ সিং-দের
  • Close
    Search

    সংসদ ভবনের বাইরে গম্ভীরের ছবি নিয়ে এবার মিমি-র পাল্টা অভিযোগ

    ক দিন আগে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলায় তৃণমূলের দুই সেলেব সাংসদ মিমি চক্রবর্তী (Mimi) ও নুসরত জাহান (Nusrat Jahan)- কে খুব ট্রোল করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে।

    বিনোদন Partha Chandra|
    সংসদ ভবনের বাইরে গম্ভীরের ছবি নিয়ে এবার মিমি-র পাল্টা অভিযোগ
    সংসদে মিমি-নুসরতের এই ছবি নিয়েই হয়েছিল বিতর্ক (Photo Credits: Twitter)

    কলকাতা, ৩১ মে: ক দিন আগে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলায় তৃণমূলের দুই সেলেব সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও নুসরত জাহান (Nusrat Jahan)- কে খুব ট্রোল করা হয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে মিমি-নুসরতে আক্রমণ করে বলা হয়েছিল সংসদ শ্যুটিংয়ের জায়গা নয়। মিমির পরনে ছিল নীল ডেনিম ও সাদা শার্ট। খয়েরি ফরম্যাল সুটে ছিলেন নুসরত। মিমি-নুসরতের মতই কিছুটা একই কাজ করেন বিজেপি-র নতুন সাংসদ গৌতম গম্ভীর (Goutam Gambhir)। মিমি-নুসরতের মতই গম্ভীরও সুসজ্জিত হয়ে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। টুইটারে গম্ভীরের সেই ছবি নিয়ে টুইটার পোস্ট করেন এক মহিলা সাংবাদিক।

     

    সেই মহিলা সাংবাদিক লেখেন, ফ্য়াশান পুলিসরা এখন কোথায় গেল! গম্ভীরকে আক্রমণ করতে কি ওরা ভুলে গেলে নাকি ও এটা শুধু মহিলাদের জন্যই। পরিষ্কার বোঝা যাচ্ছে, সেই মহিলা সাংবাদিক সুসজ্জিত হয়ে সংসদ ভবনের সামনে মিমি-নুসরতের ছবির প্রসঙ্গ তুলে গম্ভীরকে খোঁচা দিলেন। আরও পডুন- বিজেপি সাংসদ হেমা মালিনি ও সানি দেওল পাশাপাশি থাকবেন না, কেন জানেন?

    এই মহিলা সাংবাদিকের পোস্টে কমেন্ট করেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। দল বা রাজনীতির ধারেকাছে না গিয়ে মিমি অভিযোগ করেন, গম্ভীরও তাদের মত সুসজ্জিত হয়ে সংসদ ভবনের বাইরে ছবি তুললেও কেউ তাঁকে আক্রমণ করল না কারণ, সে মেয়ে নয়।'' সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলা বিতর্কে মেয়েদের ওপর সমাজের একচোখামিকেই তুলে ধরেন মিমি। কদিন আগে যে ছবি নিয়ে মিমি-নুসরতকে খুব আক্রমণ করা হয়েছিল তার কারণ ছিল তাঁদের পরনে শাড়ির বদলে ছিল পশ্চিমি পোশাক। তাতেই নাকি 'গণতন্ত্রের মন্দির' অপবিত্র হয়।

     

    কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুন্দরী নায়িকা মিমি-নুসরতের মত কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করানো গৌতম গম্ভীরও এবারই প্রথমবার সাংসদ হলেন। নুসরত বসিরহাট , মিমি যাদবপুরে এবং গম্ভীর- পূর্ব দিল্লি থেকে বড় মার্জিনে জিতে প্রথমবার সংসদে পা রাখেন। প্রথমবার কোথায় গেলে মানুষের একটা আলাদা উত্তেজনা হয়, দেশের গণতন্ত্রের গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে জীবনের স্মরণীয় মুহূর্তকে তুলে ধরতে তাই হয়তো তারা ছবি তুললেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাউকে রেওয়াত করে না, তাঁদেরও করল না।

    আরও পডুন- বিজেপি সাংসদ হেমা মালিনি ও সানি দেওল পাশাপাশি থাকবেন না, কেন জানেন?

    এই মহিলা সাংবাদিকের পোস্টে কমেন্ট করেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। দল বা রাজনীতির ধারেকাছে না গিয়ে মিমি অভিযোগ করেন, গম্ভীরও তাদের মত সুসজ্জিত হয়ে সংসদ ভবনের বাইরে ছবি তুললেও কেউ তাঁকে আক্রমণ করল না কারণ, সে মেয়ে নয়।'' সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে ছবি তোলা বিতর্কে মেয়েদের ওপর সমাজের একচোখামিকেই তুলে ধরেন মিমি। কদিন আগে যে ছবি নিয়ে মিমি-নুসরতকে খুব আক্রমণ করা হয়েছিল তার কারণ ছিল তাঁদের পরনে শাড়ির বদলে ছিল পশ্চিমি পোশাক। তাতেই নাকি 'গণতন্ত্রের মন্দির' অপবিত্র হয়।

     

    কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুন্দরী নায়িকা মিমি-নুসরতের মত কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করানো গৌতম গম্ভীরও এবারই প্রথমবার সাংসদ হলেন। নুসরত বসিরহাট , মিমি যাদবপুরে এবং গম্ভীর- পূর্ব দিল্লি থেকে বড় মার্জিনে জিতে প্রথমবার সংসদে পা রাখেন। প্রথমবার কোথায় গেলে মানুষের একটা আলাদা উত্তেজনা হয়, দেশের গণতন্ত্রের গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে জীবনের স্মরণীয় মুহূর্তকে তুলে ধরতে তাই হয়তো তারা ছবি তুললেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাউকে রেওয়াত করে না, তাঁদেরও করল না।

    শহর পেট্রল ডিজেল
    View all
    Currency Price Change