নতুন দিল্লি, ২৪ অগাস্ট: যোগা ও আয়ূর্বেদে দেশবাসীকে উৎসাহিত করার জন্য নরেন্দ্র মোদির (Narendea Modi) সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে ধন্যবাদ জানালেন ফিটনেস গুরু ও স্টাইল আইকন মিলিন্দ সোমন। ক্যাপশনে লিখেছেন প্রধানমন্ত্রী যেভাবে যোগাসন, খেলাধুলা ও শরীরস্বাস্থ্য ঠিক রাখার প্রতি উৎসাহ প্রদান করার জন্য অনেক ধন্যবাদ। আরও পড়ুন-Qutub Minar Row: গঙ্গা ও যমুনা নদী সংলগ্ন অঞ্চলের জমিতে হস্তক্ষেপ মানা হবে না, জানাল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ
তাঁর পোস্ট করা দুটি ছবির মধ্যে একটিতে তিনি মোদীর পাশে দাঁড়িয়ে আছেন এবং আরেকটিতে তিনি মোদীকে একটি বালগোপালের মূর্তি উপহার দিচ্ছেন। এই ছবি পোস্ট করার পর তাঁর অনেক ভক্ত সোশ্যাল মিডিয়াতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
স্বাধীনতা দিবসের দিন রাজস্থানের ঝাঁসী কেল্লার সামনে থেকে ৪৫০ কিলোমিটারের একটি সাম্যের দৌড় শুরু হয়েছিলো এবং এক সপ্তাহ পরে সেটি দিল্লির লালকেল্লায় গিয়ে শেষ হয়েছে এবং মিলিন্দ এই দৌড়টি খালি পায়ে সম্পূর্ণ করেছেন। এই দৌড়ের মাধ্যমে তাঁরা সাম্যের বার্তা রেখেছেন।
অনেক সিনেমায়ও অভিনয় করেছেন মিলিন্দ। সম্প্রতি তাঁর অক্ষা সিং ও আস্থা গিলের সঙ্গে "শৃঙ্গার" নামক একটি গান আসতে চলেছে।
পড়ুুন টুইট
Milind Soman thanks PM Narendra Modi for encouraging people to take up Yoga, Ayurveda
Read @ANI Story | https://t.co/NBKvDX3NBE#MilindSoman #PMModi #Yoga #Ayurveda pic.twitter.com/rRm4yiPPfp
— ANI Digital (@ani_digital) August 24, 2022