মুম্বই, ১৪ জুলাই: এবার মুম্বই (Mumbai) ছেড়ে ইতালিতে (Italy) পাড়ি জমালেন মালাইকা অরোরা (Malaika Arora)। ফ্লোরেন্স, টাস্কানিতে রয়েছেন মাল্লা। তবে কোনও বিশেষ বন্ধুর সঙ্গে নয়, মালাইকার ইতালি সফর তাঁর একমাত্র ছেলে আরহানের (Arhaan Khan) সঙ্গে। আরহানকে নিয়েই ফ্লোরেন্স, টাস্কানি ঘুরে বেড়াচ্ছেন মালাইরা অরোরা। ছেলের সঙ্গে একেবারে একা, নিভৃতে সময় কাটাচ্ছেন বলিউডের (Bollywood) 'মুন্নি'। নিজের সোশ্য়াল হ্যান্ডেলে মালাইকা অরোরা বেশ কিছু ছবি পোস্ট করেন। যেখানে ফ্লোরেন্স, টাস্কানির নানা রঙে রাঙিয়ে যেতে দেখা যায় অভিনেত্রীকে। ইতালির যে হোটেলে মালাইকা রয়েছেন, সেখান থেকেও ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে।
দেখুন মালাইকা অরোরা এবং আরহানের ছবি...
View this post on Instagram
বর্তমানে আরবাজ খান ব্যস্ত তাঁর দ্বিতীয় স্ত্রী সুরা খানকে নিয়ে। সুরা অন্তঃসত্ত্বা। ফলে দ্বিতীয় স্ত্রীকে আগলে রাখছেন আরবাজ খান। আর সেই সময়ই মালাইকাকে দেখা যায় ছেলে আরহানকে নিয়ে বেড়াতে বেরিয়ে যেতে।
আরবাজ খানের সঙ্গে বহু বছরের সংসার ভেঙে বেরিয়ে যান মালাইকা অরোরা। তারপর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। অন্যদিকে আরবাজকে দেখা যায় বান্ধবী জর্জিয়া অ্যান্দ্রিয়ানির প্রেমে হাবুডুবু খেতে। তবে জর্জিয়ার সঙ্গে আরবাজের সম্পর্ক টেকেনি। এরপর বলিউডের পরিচিত মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গে আরবাজ সম্পর্কে জড়ান এবং তাঁরা বিয়ে করে ফেলেন খুব শিগগিরই।
আরবাজ যখন সুরা খানকে বিয়ে করেন, সেই সময় অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়ে যায়। আপাতত মালাইকা একাই রয়েছেন বলে জানা যাচ্ছে।