মুম্বই, ১৪ এপ্রিল : নোরা ফতেহির সঙ্গে কোমর দোলালেন মাধুরী দিক্ষীত। নোরা এবং মাধুরীর সেই নাচ যখন টেলিভিশনের পর্দায় উঠে আসে, তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
দেখুন...
View this post on Instagram
View this post on Instagram
সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে হাজির হন নোরা ফতেহি। ওই শোয়েই বিচারকের আসনে থাকা মাধুরীর সঙ্গে 'দিলবর' এবং 'ও রামজির' ধুনে নাচতে দেখা যায় নোরাকে। বলিউডের ধক ধক গার্লের সঙ্গে নোরার ওই ভিডিয়ো দেখে চোখের পলক ফেলতে পারেননি তাঁদের অনুরাগীরা।
যে রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে নোরা ফতেহি (Nora Fatehi) এবং মাধুরী দিক্ষীতের (Madhuri Dixit)
ভিডিয়ো ভাইরাল (Viral) হয়, সেখানকার বেশ কয়েকজন সদস্য কোভিডে (COVID 19) আক্রান্ত হন বলে জানা যায়। ফলে বন্ধ হয়ে যায় রিয়্যালিটি শোয়ের শ্যুটিং।
আরও পড়ুন : Soni Razdan : করোনা ভুলে কুম্ভে জনজোয়ার, রাগে ফুঁসলেন সোনি রাজদান
যার জেরে বেশ কয়েকদিনের ছুটি হাতে নিয়ে মালদ্বীপে (Maldives) পাড়ি দেন মাধুরী দিক্ষীত। মালদ্বীপে গিয়ে সেখান থেকে স্বামী শ্রীরাম নেনের সঙ্গে ছবি শেয়ার করেন মাধুরী। মাধুরীর সেই মালদ্বীপের ছবিও মন কেড়ে নেয় নেটিজেনদের।
যদিও কোভিডের দ্বিতীয় ঢেউ যখন প্রায় গোটা বিশ্ব জুড়ে থাবা বসাচ্ছে, সেই সময় মাধুরী কীভাবে বিদেশে গেলেন ছুটি কাটাতে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।