Thama Diwali Release: এবার দিওয়ালিতে ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের (Maddock Horror Comedy Universe) নতুন সিনেমা আসতে চলেছে। গত বছর ১৫ অগাস্ট ম্যাডক ফিল্মস নিয়ে এসেছিল হরর-কমেডি 'স্ত্রী ২' (Stree 2)। আর এবারের দিওয়ালিতে প্রযোজক দীনেশ বিজয়ন রিলিজ করতে চলেছেন 'থামা'। আগামী ১৭ অক্টোবর রিলিজ করতে চলা 'থামা'-য় অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা, রাশ্মিকা মান্ধনা, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়ালের মত তারকারা। সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য সারপোদার। এবারের দিওয়ালি রিলিজ 'থামা' নামের সিনেমার গল্পটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে উঠেছে, যেখানে একজন ইতিহাসবিদ বিজয়নগরের রহস্যময় ভ্যাম্পায়ার কিংবদন্তি নিয়ে গবেষণা করছেন। সিনেমার কিছু অংশ শ্যুট করা হয়েছে কলকাতায়, যেখানে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানা কে একসঙ্গে দেখা গেছে।
মুনিয়ার পরিচালক আদিত্য সাররপোদাই থামা-র পরিচালনা করছেন
গত বছর আদিত্য সারপোদার পরিচালিত ম্যাডক ফিল্মসের ছোট বাজেটের সিনেমা 'মুনিয়া'বক্স অফিসে ভাল পারফরম্যান্স করেছিল। সেই আদিত্যর ওপরেই এবার দিওয়ালি বাজি ফাটানোর দায়িত্ব দিল 'লাভ আজকাল', 'ককটেল' এর মতো হিট সিনেমার প্রযোজক দীনেশ বিজয়নের 'ম্যাডক ফিল্মস'।
দেখুন থামা সিনেমাটির ট্রেলর
DINESH VIJAN'S NEXT HORROR-COMEDY IS 'THAMA' – THE WORLD OF THAMA DROPS ON TUESDAY – DIWALI 2025 RELEASE... On the first anniversary of #Stree2, #DineshVijan expands the #Maddock horror-comedy universe with #Thama.#TheWorldOfThama will be unveiled on 19 Aug 2025, offering the… pic.twitter.com/nUYl6uUZX8
— taran adarsh (@taran_adarsh) August 15, 2025
ম্য়াডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্স
যে 'ম্যাডক ফিল্মস' ২০০৮ সালে সঈফ আলি খান ও দীনেশ বিজয়ন দুজনে হাত ধরে শুরু করেছিলেন। কিন্তু এজেন্ট বিনোদ (২০১২) ও হ্যাপি এন্ডিং (২০১৪) ফ্লপ হওয়ার পর দীনেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যাডক ফিল্মস ছেড়েছিলেন সঈফ। নবাব পতৌদি পুত্রের সঙ্গে হাতছাড়ার পর প্রযোজক দীনেশ বিজয়ন একাই ম্যাডক ফিল্মসের ব্যানারে হরর-কমেডি ইউনিভার্স শুরু করেন। যার শুরুটা হয় ২০১৮ সালের স্ত্রী-র হাত ধরে। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরের স্ত্রী বক্স অফিসে ঝড় তোলার পর ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্স বলিউডে বড় জায়গা করে নেয়। স্ত্রী-র পর বরুণ ধাওয়ানের ভেড়িয়া, ছোট বাজেটের মুনিয়া, তারপর রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের ফিরে আসা 'স্ত্রী টু'। সব মিলিয়ে বলিউডে হরর-কমেডি গোত্রের সিনেমা এখন রাজ করছে ম্যাডক ফিল্মস। তবে এবার দিওয়ালিতে 'থামা'- ম্য়াডক ফিল্মসের কাছে বড় পরীক্ষার। কারণ গত কয়েক বছর দিওয়ালির বলিউড রিলিজ তেমন বড় সাফল্য পাইনি।