Konkona Sen Sharma & Amol Parashar (Photo Credit: X)

নয়াদিল্লি: বেশ কিছু দিন ধরেই কঙ্কণা সেন শর্মা (Konkona Sen Sharma) এবং অমল পরাশের (Amol Parashar) মধ্যে প্রেমের জল্পনা চলছে, গুঞ্জন উঠছে তাঁরা দুজন একে অপরের সঙ্গে ডেটিং করছেন। জল্পনার মাঝেই কঙ্কনা সেনকে সম্প্রতি ওয়েব সিরিজ 'গ্রাম চিকিৎসালয়' খ্যাত অমল পরাশরের বিশেষ স্ক্রিনিংয়ে দেখা গেছে। সেখানে অমল পরাশর কঙ্কনাকে দেখে খুশি হয়ে তাঁকে জড়িয়ে ধরেন। এর পরে কঙ্কনা সেন এবং অমল পরাশরকে একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। এদিনের ঘটনার পর নেটিজেনদের মধ্যে জল্পনা-কল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। তবে অমল পরাশর এবং কঙ্কনা সেন তাঁদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত খোলাখুলি কোনো প্রতিক্রিয়া জানাননি।

কঙ্কনা সেন ২০১০ সালে অভিনেতা রণবীর শোরেকে বিয়ে করেন, কিন্তু ২০২০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে কঙ্কনা তাঁর ছেলেকে একাই মানুষ করছেন। আরও পড়ুন: Sitare Zameen Par: ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্কের মুখে সিতারে জমিন পর', আমির খানের ছবি বয়কটের ডাক নেটিজেনদের, নেপথ্য কী কারণ?

এর আগে অমল জানিয়েছিলেন তিনি বর্তমানে একটি সম্পর্কের মধ্যে আছেন তবে তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসতে চান না। অমল আরও জানিয়েছিলেন, আমার বলতে কোনও বাধা নেই, কিন্তু আমার মনে হয় না যে এই বিষয়ে সবাইকে বলার কোনও যুক্তিসঙ্গত কারণ আছে। আমি চাই মানুষ আমার কাজ নিয়ে কথা বলুক।

অমল আরও বলেছিলেন, যে তিনি কারও কাছ থেকে কিছু লুকাচ্ছেন না। তারা দুজনেই একসাথে পার্টিতে যান এবং মানুষ তাঁদের সম্পর্কের কথা জানে, কিন্তু তাঁরা সোশ্যাল মিডিয়ায় সে সব শেয়ার করে আলোচনায় আসতে চান না।