''সিতারে জমিন পর' ছবির পোস্টার (ছবিঃX)

ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টাও কাটেনি। এর মধ্যেই বিপাকে আমির খানের (Amir Khan) আসন্ন ছবি ‘সিতারে জমিন পর (Sitare Zameen Par)’।  সোশ্যাল মিডিয়ায় উঠল বয়কটের (Boycott) ডাক। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক বিতর্কিত পোস্ট। ছবি মুক্তির আগেই কেন এত বিতর্ক? নেটিজেনদের একাংশের দাবি, ভারত-পাক সঙ্ঘাতের আবহে পাকিস্তানের পক্ষ নিয়েছে তুরস্ক। আর সেই তুরস্কে গিয়েই সেদেশের রাষ্ট্রপতি রেজেপ তাইপ এরদোগানের সঙ্গে হাত মিলিয়েছেন আমির। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই খেপেছেন নেটিজেনরা। 'ভারত বিরোধী শক্তি'র সঙ্গে হাত মিলিয়েছেন আমির, তাই তাঁর ছবি বয়কট করা উচিত এহেন মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ।

ভারত-পাক সংঘাতের আবহে আমির খানের ছবি বয়কটের ডাক

আমির খানের অনুরাগীদের অবশ্য দাবি, এই ছবি এক বছর আগের। তখন পরিস্থিতি স্বাভাবিক ছিল। ভারতের সঙ্গে তুরস্কের কোনও বিরোধ ছিল না। তাই সেই সূত্র টেনে আমিরকে এখন দোষারোপ একেবারেই যুক্তিসঙ্গত নয় বলে দাবি আমির ভক্তদের। শুধু তাই নয়, এই ছবিতে আমিরকে বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা যাবে। এই ছবির ট্রেলারে দেখা গিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে একটি দল গঠন করছেন তিনি। ট্রেলার দেখে কিছুজনের দাবি, ‘তারে জমিন পর’ ছবিতে যে স্বতঃস্ফূর্ত আবেগ ছিল তা এই ছবিতে পাওয়া যাবে না বলেই অনুমান। সব মিলিয়ে মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায় ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর ছবি। উল্লেখ্য, সব ঠিক থাকলে আগামী ২০ জুন মুক্তি পাবে বিখ্যাত ছবি 'তারে জমিন পর'এর সিক্যুয়েল 'সিতারে জমিন পর।'

ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই বিতর্কের মুখে সিতারে জমিন পর'