
মুম্বই, ২৮ মে: সৎ মায়েদের নিয়ে মুখ খুললেন অমিত কুমার। কিশোর কুমারের (Kishor Kumar) ছেলে অমিত কুমারের (Amit Kumar) সঙ্গে তাঁর সৎ মায়েদের সম্পর্ক খুবই ভাল ছিল। সেই কারণে মধুবালার (Madhubala) সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভাল ছিল বলেই একটি সাক্ষাৎকারে মুখ খোলেন অমিত কুমার। তিনি বলেন, মধুবালা ভাল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে মধুবালার সম্পর্ক ভাল ছিল। মধুবালা যত কয়েক মাস পরপর তাঁদের সঙ্গে দেখা করতে যেতেন, সেই সময় অমিত কুমারও ঘুমোতেন বাবা আর সৎ মায়ের সঙ্গে। ওই সময় অমিত যেহেতু ছোট ছিলেন, তাই ভুল বুঝে পা চালাতেন ঘুমের ঘোরে। যা দেখে মধুবালা কিশোর কুমারকে বলতে বাধ্য হয়েছিলেন, আপনার ছেলে অত্যন্ত পা চালায়। তবে মধুবালা তাঁর যত্ন করতেন। তাই তাঁর সঙ্গে মধুবালার সম্পর্ক বেশ ভাল ছিল বলেই জানান অমিত কুমার।
প্রসঙ্গত ভিকি লালওয়ানির একটি সাক্ষাৎকারে হাজির হন অমিত কুমার। আর সেখানেই মধুবালার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খোলেন তিনি।