Yash (Photo Credit: Instagram)

বেঙ্গালুরু, ৯ জানুয়ারি:  KGF তারকা যশের (Yash) জন্মদিনে ব্য়ানার টানাতে গিয়ে মৃত্যু ৩ জনের। কর্ণাটকের সুরঙ্গিতে যশের জন্মদিনে ব্যানার টানাতে গিয়ে মৃত্যু হয় অভিনেতার ৩ ভক্তের। হনমন্ত হরিজন, মুরলি এবং নবীন গাজি নামে ৩ যুবকে মৃত্যু হয় সুরঙ্গিতে যশের জন্মদিনে ব্যানার টানাতে গিয়ে। যা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। জন্মদিনে ব্যানার টানাতে গিয়ে ৩ অনুরাগীর মৃত্যুর খবর পেতেই মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান কেজিএফ তারকা।

যশ বলেন, এমনভাবে ভালবাসা দেখাবেন না দয়া করে। প্রত্যেকের কাছে অনুরোধ করছি। কেউ এভাবে ব্যানার টানাবেন না। বাইক চালিয়ে সেলফি তুলতে যাবেন না। আমার সত্যিকারের ভক্ত হলে, এই ধরনের কাজ দয়া করে করবেন না। আপনি আপনার পরিবারের সবচেয়ে প্রিয়। তাই পরিবারের কাছ থেকে নিজেকে এভাবে দূরে নিয়ে চলে যাবেন না বলে অনুরোধ জানান যশ। সেই সঙ্গে মৃতদেের পরিবারকে আর্থিকভাবে সাহায্যেরও আশ্বাস দেন যশ।

আরও পড়ুন: Yash19: সুখবর, 'KGF' তারকা যশের পরবর্তী ছবির ঝলক প্রকাশ্যে

সোমবার ছিল কেজিএফ তারকার ৩৮ বছরের জন্মদিন। সেই উপলক্ষ্যে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভিনেতার ৩ অনুরাগীর মৃত্যুর খবর ছড়াতেই তা নিয়ে শোরগোল শুরু হয় কর্ণাটকে (Karnataka)।