Katrina Kaif : স্বেচ্ছায় নিজেকে 'গৃহবন্দি' করলেন ক্যাটরিনা
ক্যাটরিনা কাইফ

মুম্বই, ১১ এপ্রিল : কোভিডে আক্রান্ত ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। কোয়ারেন্টিনে থেকে এবার নতুন ছবি শেয়ার করলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী। ক্যাটের যে ছবি দেখে মুগ্ধ নেট জনতা। কোভিডের গ্রাসে বাড়িতে আটকে পড়া ক্যাটরিনা যে দিনের পর দিন ধরে আরও সুন্দরি হয়ে উঠছেন, তা প্রায় স্পষ্ট করে দিয়েছেন নায়িকার অনুরাগীরা।

ক্যাটরিনার ভক্তদের পাশাপাশি করণ জোহর, ফাতিমা সানা শেখ, মণীশ মালহোত্রারাও বলিউডের (Bollywood) বার্বি ডলের ছবি দেখে অবাক হয়ে যান। প্রসঙ্গত,  নো মেকআপ লুকে ওই ছবি শেয়ার করন ক্যাটরিনা কাইফ।

আরও পড়ুন : Rhea Chakraborty : রবীন্দ্রনাথেই মনের আনন্দ, সুশান্ত যাওয়ার পর শান্তির খোঁজে রিয়া?

ওই ছবির সঙ্গে 'টাইম অ্যান্ড পেসেন্স' বলে একটি ক্যাপশন জুড়ে দেন ক্যাটরিনা। কোভিডে (COVID 19) আক্রান্ত হওয়ার পর বলিউড নায়িকা যে ধৈর্য ধরে নিজেকে স্বেচ্ছাবন্দি করেছেন, তা স্পষ্ট।

দেখুন...

 

 

View this post on Instagram

 

এদিকে করোনায় (Corona) আক্রান্ত হওয়ার পর আলিয়া ভাটকেও (Alia Bhatt) দেখা যায় কয়েকটি ছবি শেয়ার করতে। বাড়িতে বন্দি থেকে আলিয়া একের পর এক ছবি শেয়ার করেন। যা দেখে হবু বউমাকে ভালবাসা জানান রণবীরের (Ranbir Kapoor) মা নীতু কাপুর। রিদ্ধিমা কাপুরকেও দেখা যায় আলিয়ার ছবি দেখে সেখানে ভালবাসা প্রকাশ করতে।