Karisma Kapoor (Photo Credit: Instagram)

নয়াদিল্লি: দেশেজুড়ে পালন হচ্ছে গণেশ চতুর্থী। মহারাষ্ট্র ও কর্ণাটকে এই উৎসবটি আরও বিশেষভাবে পালন হচ্ছে। উৎসবটি গতকাল অর্থাৎ ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছে এটি চলবে ২৮ সেপ্টেম্ব পর্যন্ত। বলিউড সেলিব্রিটিরাও গণেশ চতুর্থী উদযাপনে (Ganesh Chaturthi Celebrations) মেতেছেন। তাঁদের কিছু আকর্ষণীয় ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন৷ কারিশমা কাপুর (Karisma Kapoor) ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুদিন চর্চায় রয়েছেন। তবে সেসব উপেক্ষা করে গণেশ চতুর্থী উপলক্ষ্যে কারিশমা কাপুর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন। লাল টুকটুকে পশাকে তাঁকে খুব আকর্ষণীয় দেখাচ্ছে।

দেখুন