দিল্লি, ১৫ অক্টোবর: সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) জন্মদিনে আবেগপ্লুত হয়ে পড়লেন স্ত্রী প্রিয়া সচদেভ (Priya Sachdev Kapur)। সঞ্জয় কাপুরের জন্মদিনে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবির কোলাজ করে ভিডিয়ো পোস্ট করেন প্রিয়া। যেখানে সঞ্জয় এবং তাঁর ছবির পাশাপাশি সন্তানদের ছবিও দেখা যায়। প্রথম সন্তান সাফিরা (প্রিয়া সচদেভ এবং তাঁর প্রথম স্বামী বিক্রম চাটওয়ালের কন্যা) থেকে শুরু করে ছোট আজারিয়াস, প্রত্যেকের ছবি পোস্ট করেন প্রিয়া। সঞ্জয়ের সঙ্গে সংযুক্ত করেন করিশ্মা কাপুরের (Karisma Kapoor) দুই সন্তান সামাইরা এবং কিয়ানকেও। সঞ্জয় কাপুরের জন্মদিনে কার্যত আবেগে ভাসতে শুরু করেন প্রিয়া সচদেভ।
সঞ্জয় কাপুরের জন্মদিনে পোস্ট শেয়ার করে শেষে 'মাই সঞ্জয়' বলে উল্লেখ করেন প্রিয়া। পাশাপাশি 'তুমি উপর থেকে আমায় দেখছ' বলেও মন্তব্য করতে শোনা যায় প্রিয়া সচদেভকে।
দেখুন প্রিয়া সচদেভ কী লিখলেন সঞ্জয় কাপুরের জন্মদিনে...
View this post on Instagram
গত ১২ জুন সঞ্জয় কাপুরের মৃত্যু হয়। দেশের বাইরে লন্ডনে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। লন্ডনে গলফ খেলতে গিয়ে হঠাৎ করে মৌমাছির কামড়ে জীবন শেষ হয়ে যায় সঞ্জয় কাপুরের।
জানা যায়, গলফ খেলার সময় সঞ্জয় কাপুরের মুখ দিয়ে মৌমাছি ঢুকে যায়। এরপর ওই মৌমাছির কামড়ে সঞ্জয় কাপুরের ধমনী ছিঁড়ে যায়। মৌমাছির কামড়ে ছটপট করতে থাকা সঞ্জয় কাপুরকে নিয়ে হাসপাতালে পৌঁছনো যায়নি। তার আগেই করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যু হয়।
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর প্রয়াত ব্যবসায়ীর মা রানি কাপুর প্রিয়া সচদেভের বিরুদ্ধে অভিযোগ করেন। প্রিয়া কোনও কিছু না জানিয়ে, সঞ্জয়ের কোম্পানি সোনা কমস্টারের শেয়ার নিজের নামে করে নিয়েছেন বলে অভিযোগ করেন রানি কাপুর।
রানি কাপুর এরপর আদালতে যেতেই, করিশ্মা কাপুরও দিল্লি হাইকোর্ট পৌঁছে যান। তাঁর দুই সন্তানকে বাবার সম্পত্তি থেকে বঞ্ছিত করছেন প্রিয়া সচদেভ। এমন অভিযোগ করেন করিশ্মা। যা নিয়ে সঞ্জয় কাপুরের মা, প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের সঙ্গে প্রিয়া সচদেভের মামলা চলছে।