দিল্লি, ২৫ জুলাই: করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) মৃত্যুর পর তাঁর মা রানি কাপুরকে দিয়ে জোর করে বেশ কিছু কাগজপত্রে স্বাক্ষর করানো হয়েছে। বিলিয়নেয়ার সঞ্জয় কাপুরের মৃত্যুর এক মাস পর এবার এমনই বিস্ফোরক অভিযোগকরেন তাঁর। সঞ্জয় কাপুরের মা রানি কাপুরের (Rani Kapur) অভিযোগ, পুত্র শোক কাটিয়ে ওঠার আগেই বন্ধ দরজার পিছনে তাঁকে দিয়ে বেশ কিছু কাগজপত্রে স্বাক্ষর করানো হয়। এ বিষয়ে সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেভ কাপুরের (Priya Sachdev Kapur) দিকে ইঙ্গিত করা হয়েছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে প্রকাশ করা হয়। সঞ্জয় কাপুরের মা রানি কাপুরের অভিযোগ নিয়ে যখন তোলপাড়, সেই সময় সোনা কমস্টারের তরফে মুখ খোলা হয়েছে।
প্রয়াত শিল্পপতির কোম্পানির তরফে জানানো হয়েছে, সোনা কমস্টারের কোনও শেয়ার রানি কাপুরের কাছে নেই। রানি কাপুর সোনা কমস্টারের শেয়ার হোল্ডার নন। এমনকী সঞ্জয় কাপুরের মাকে দিয়ে জোর করে কোনও কাগজপত্রে স্বাক্ষরও করানো হয়নি। তাই যা বলা হচ্ছে, তার কোনও যুক্তি নেই বলে দাবি করা হয় সোনা কমস্টারের তরফে।
সঞ্জয় কাপুরের মায়ের অভিযোগের ভিত্তিতে পালটা কী জানানো হল সোনা কমস্টারের তরফে...
Sunjay Kapur's Mother Is Not A Shareholder, Says Company Amid Family Feud https://t.co/Tx7kxuCIPW
NDTV's @PuneetJaveri shares latest on this story pic.twitter.com/192lDezlG5
— NDTV (@ndtv) July 25, 2025