দিল্লি, ২৫ জুলাই: করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) মৃত্যুর পর এক মাস কাটতে না কাটতেই এবার চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এল। সঞ্জয় কাপুরের মা রানি কাপুর অভিযোগ করেন, ছেলের মৃত্যুর পর পুত্র শোক কাটিয়ে উঠতে না উঠতেই তাঁকে দিয়ে একাধিক কাগজপত্রে স্বাক্ষর করানো হয়। বন্ধ দরজার ভিতরে রেখে তাঁকে দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করানো হয়। সেই কাগজপত্রে কী হল, তা প্রকাশ্যে আনা হয়নি। অথচ এক প্রকার তাঁকে দিয়ে জোর করেই স্বাক্ষর করানো হয় বলে অভিযোগ করেন সঞ্জয় কাপুরের মা রানি কাপুর।
প্রয়াত সঞ্জয় কাপুরের কোম্পানি সোনা গ্রুপের বেশিরভাগের শেয়ার হোল্ডার সঞ্জয় কাপুরের মা রানি কাপুর (Rani Kapur)। যার মধ্যে রয়েছে সোনা কমস্টারও। আর এই সোনা কমস্টারের পুরোভাগের দেখভাল করতেন সঞ্জয়। ফলে ব্যবসায়ী পুত্রের মৃত্যুর পর রানি কাপুরকে দিয়ে জোর করে কিছু কাগজপত্রে স্বাক্ষর করানো হয় বলে অভিযোগ করা হয়।
রানি কাপুরের আরও অভিযোগ, তিনি যখন চূড়ান্ত মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাঁকে দিয়ে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর করানো হয়। যা তিনি একেবারেই করতে চাননি বলে জানান।
রানি কাপুরের খবর প্রকাশ্যে আসার পর মুখ খোলেন তাঁর আইনজীবী। তিনি বলেন, রানি কাপুর হলেন সোনা গ্রুপের প্রধান। রানি কাপুরের একমাত্র ছেলে সঞ্জয় কাপুরের মৃত্যু কীভাবে হল, তা এখনও স্পষ্ট নয়। পুত্র শোকের মাঝেই রানি কাপুরকে দিয়ে একাধিক কাগজপত্রে স্বাক্ষর করানোর ঘটনাকে তিনি ভালভাবে নিতে পারেননি বলে জানান প্রয়াত সঞ্জয় কাপুরের মায়ের আইনজীবী। ফলে সঞ্জয় কাপুরের মৃত্যু অস্বাভাবিক বলে দাবি করে রানি কাপুরের আইনজীবী। সেই সঙ্গে রানি কাপুরের একমাত্র ছেলের মৃত্যুর পর বেশ কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে গিয়েছে যা তাঁকে বিব্রত করেছে বলে অভিযোগ করা হয় আইনজীবীর তরফে।
শুনুন কী বলছেন রানি কাপুরের আইনজীবী...
#WATCH | Delhi | Lawyer representing Rani Kapur, mother of late businessman Sunjay Kapur, Advocate Vaibhav Gaggar says," Rani Kapur is the head of the Kapur family and head of the Sona group. While she is recovering from the death of her only son, a few events have unfolded that… pic.twitter.com/W7zr0fdKeK
— ANI (@ANI) July 25, 2025
এসবের পাশাপাশি বর্তমানে যা হচ্ছে বা তাঁকে দিয়ে করানোর চেষ্টা চলছে, তিনি তার গভীরে যেতে চান। কারণ অনুসন্ধান করতে চান বলেও জানান রানি কাপুরের আইনজীবী।