মুম্বই, ১৬ অক্টোবর: প্রিয়া সচদেভের (Priya Sachdev Kapur) পর করিশ্মা কাপুর (Karisma Kapoor)। প্রাক্তন স্বামীর জন্মদিনে পোস্ট শেয়ার করলেন করিশ্মা কাপুর। তবে সামাইরা এবং কিয়ানের নাম লিখে। করিশ্মাকে দেখা যায়, 'শুভ জন্মদিন বাবা' বলে সামাইরা এবং কিয়ানের নাম করে সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) জন্মদিনে পোস্ট করতে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে সঞ্জয় কাপুরের জন্মদিন উপলক্ষ্য পোস্ট শেয়ার করতে দেখা যায় করিশ্মা কাপুরকে। দিদির সেই পোস্ট পালটা রিপোর্ট করেন করিনা কাপুর খান। 'প্রাণপ্রিয়' সামাইরা এবং কিয়ানকে তাঁর বাবা উপর থেকে সব সময় দেখছেন বলে পোস্ট করেন করিনা কাপুর খান।
গত ১২ জুন সঞ্জয় কাপুরের মৃত্যু হয়। লন্ডনে হঠাৎ করে মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর। মৌমাছির কামড়ে ধমনী ছিঁড়ে মৃত্যু হয় সঞ্জয় কাপুরের। অনেক চেষ্টা করেও সঞ্জয় কাপুরকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি। তার আগেই তাঁর মৃত্যু হয়।
দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের মৃত্য়ুর পর থেকেই সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয়েছে। সঞ্জয় কাপুরের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেভ করিশ্মার দুই সন্তানকে তাঁদের বাবার সম্পত্তি থেকে বঞ্ছিত করছেন বলে অভিযোগ করেন নায়িকা। করিশ্মার দুই সন্তানের পাশাপাশি প্রিয়া সচদেভের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন সঞ্জয় কাপুরের মা রানি কাপুরও। যা নিয়ে মামলা, মোকদ্দমা অব্যাহত।
এসবের মধ্যেই এবার মৃত্যুর পর সঞ্জয় কাপুরের প্রথম জন্মদিনে প্রথমে প্রিয়া সচদেভ পোস্ট করেন। তারপর সন্তানদের হয়ে করিশ্মা প্রাক্তন স্বামীর জন্মদিন পোস্ট করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।