Kareena Kapoor Khan : বাড়ির ছাদে পুল, সইফের বিলাসিতার ছবি শেয়ার করিনার
সইফ-করিনা , ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২০ এপ্রিল : বাড়ির ছাদে রয়েছে পুল। আর সেখান থেকেই সইফের (Saif Ali Khan) ছবি শেয়ার করলেন করিনা কাপুর খান। যেখানে বাড়ির ছাদের উপর যে পুল রয়েছে, সেখানে বসে অবসর সময় কাটাতে দেখা যাচ্ছে সইফকে। করিনা নিজের ইনস্টাগ্রামের (Instagram) স্টোরিতে ওই ছবি শেয়ার করেন।

দেখুন...

করিনার বাড়ির ছাদে রয়েছে পুল

মাতৃত্বকালীন অবসর যাপনের পর আপাতত নিজের কাজে ফিরতে শুরু করেছেন করিনা।কনিষ্ঠ পুত্রের জন্মের পর এবার ফের করিনা (Kareena Kapoor Khan) নিজের বিজ্ঞাপনের শ্যুট থেকে সিনেমার শ্য়ুটিং, সবকিছুর জন্য তোড়জোড় শুরু করেছেন।

আরও পড়ুন : Disha Patani : মালদ্বীপে কমলা বিকিনিতে দিশা, ঝড় অন্তর্জালে

করিনার দ্বিতীয় সন্তান জন্মের পরই মুক্তি পাবে লাল সিং চাড্ডা। এমন গুঞ্জন শুরু হয় এক সময়। যদিও লাল সিং চাড্ডার সমস্ত কাজ যখন প্রায় শেষের দিকে, সেই সময় ফের করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশ জুড়ে থাবা বসাতে শুরু করেছে। ফলে আমির খান এবং করিনা কাপুরের এই সিনেমা কবে মুক্তি পাবে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।