মালদ্বীপে দিশা, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৯ এপ্রিল : সমুদ্র সৈকতে বসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন। পরনে কমলা রঙের বিকিনি। দিশা পাটানি (Disha Patani) যখন এই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় হু হু করে। বিকিনি ছিবতে দিশা যে বলে বলে দীপিকা, আলিয়াদের গোল দিচ্ছেন, তা স্পষ্ট বলে মনে করছেন অভিনেত্রীর অনুরাগীরা।

গত ৮ এপ্রিল মুম্বই (Mumbai) বিমানবন্দরে দেখা যায় দিশা পাটানিকে। জানা যায়, ছুটি কাটাতে মালদ্বীপে উড়ে যাচ্ছেন তিনি। মালদ্বীপে যাওয়ার পরপরই এই বিকিনি ছবি শেয়ার করেন এম এস ধোনি খ্যাত অভিনেত্রী। যদিও দিশার সঙ্গে মালদ্বীপে তাঁর বন্ধু টাইগার শ্রফকে (Tiger Shroff) দেখা যায়নি।

আরও পড়ুন : Swara Bhasker ON COVID 19 : বাড়িতে দুঃসংবাদ! খবর জানাতেই স্বরাকে কটাক্ষ সমালোচকদের

মালদ্বীপে (Maldives) দিশার আশপাশে টাইগারকে দেখা না গেলেও, নায়িকার বিকিনি ছবিতে যে অন্তর্জালে ঝড় উঠেছে, তা বেশ স্পষ্ট।

দেখুন...

 

 

View this post on Instagram

 

এদিকে দিশা এবং টাইগার শ্রফের পর সোমবার মালদ্বীপে উড়ে য়ান রণবীর কাপুর এবং আলিয়া ভাট। কোভিড থেকে সেরে উঠেই রণবীর, আলিয়া (Alia Bhatt) পাড়ি দেন মালদ্বীপে। তবে মুম্বইতে যখন জনতা কারফিউ চলছে, সেই সময় রণবীর (Ranbir Kapoor), আলিয়া কীভাবে মালদ্বীপে উড়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।