KGF (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ৭ এপ্রিল: বক্স অফিসে রেকর্ড সাফল্য পাওয়া 'কেজিএফ' খ্যাত দক্ষিণের তারকা অভিনেতা যশের (Yash) জনপ্রিয়তা তুঙ্গে কর্ণাটকে। ভারতীয় সিনেমার বক্স অফিসে অন্যতম সবচেয়ে সফল দুই সিনেমা (কেজিএফ, কেজিএফ টু)-এর নায়ক যশের জনপ্রিয়তা নির্বাচনে কাজে লাগাতে মরিয়া ছিল বিজেপি সহ রাজ্যের রাজনৈতিক দলগুলি। কিন্তু কিচ্চা সুদীপের পথে না গিয়ে যশ এবার আসন্ন কর্ণাটক নির্বাচনে কোনও দলের হয়েই প্রচার না করার সিদ্ধান্ত নিলেন। গতবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি-র কয়েকজন প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন যশ। যশের প্রচারের সুফলও পেয়েছিলেন বিজেপি প্রার্থীরা।

এবারও কেজিএফ তারকার কাছে নির্বাচনে প্রচার করার প্রস্তাব গিয়েছিল। তবে যশ প্রস্তাব ফিরিয়ে বলেন, তিনি এখন পুরোপুরি তাঁর অভিনয় কেরিয়ারে মনসংযোগ করতে চান। কর্ণাটকের রাজনীতিতে সিনেমা জগতের তারকা, মহাতারকাদের প্রচারের প্রভাব সরাসরি ভোটবাক্সে পড়ে। যে কারণে তাঁদের দলে পেতে ঝাঁপায় রাজনৈতিক দলগুলি। আরও পড়ুন-ইডেনে অনুরাগীর মাথায় হাত রেখে স্নেহের চুম্বন শাহরুখের, দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

প্রসঙ্গত, মাক্ষি সিনেমার নায়ক কিচ্চা সুদীপ বিজেপি-র হয়ে আসন্ন কর্ণাটক বিধানসভার নির্বাচনে প্রচার করবেন বলে জানিয়েছেন। কর্ণাটকে ২২৪টি আসনে এক দফায় বিধানসভা নির্বাচন হবে ১০ মে।