কঙ্গনা রানাউত, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৯ জুন: ফের নেটিজেনদের (Netizen) জোরদার সমালোচনার মুখে পড়লেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার মুম্বইয়ের বৃষ্টি নিয়ে মন্তব্য করে ফের ট্রোলের শিকার হলেন কঙ্গনা।

বিষয়টি  খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি মুম্বই আসেন কঙ্গনা। মুম্বইতে (Mumbai) হাজির হয়ে প্রথমে মাস্ক না পরার জন্য সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। এরপর মুম্বইতে বৃষ্টি শুরু হলে,তাকে রোমান্টিক বলে উল্লেখ করেন অভিনেত্রী। মুম্বইয়ের বৃষ্টি যতই রোমান্টিক হোক না কেন, একা (সিঙ্গল) মানুষের কাছে তা দিবাস্বপ্ন ছাড়া অন্য কিছুই নয় বলে মন্তব্য করেন কঙ্গনা।

আরও পড়ুন: Vicky Kaushal & Katrina Kaif: একসঙ্গে থাকছেন ক্যাটরিনা কাইফ, বিকি কৌশল, জল্পনা

বলিউড (Bollywood) অভিনেত্রীর ওই মন্ত্যব্যের পর তাঁকে লক্ষ্য করে একের পর এক সমালোচনা ধেয়ে আসতে শুরু করে। কেউ বলেন, কারও মাথা খারাপ নাকি যে কঙ্গনার সঙ্গে কেউ সম্পর্কে জড়াবেন। কেউ বলেন, আপনি যান এখান থেকে। কেউ আবার বলতে শুরু করেন, কারও মাথা খারাপ নাকি যে কঙ্গনার সঙ্গে সম্পর্কে জড়াবেন। সবকিছু মিলিয়ে, মুম্বইয়ের বৃষ্টি নিয়ে মন্তব্য করে একের পর এক সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়েন ধাকড় অভিনেত্রী।