Janhvi Kapoor: ছোট্ট কালো পোশাকে জাহ্নবীর নাচ, ভাইরাল ভিডিয়ো

জনপ্রিয় গান 'টেম্পারেচারের' ধুনে ছোট্ট কালো রঙের পোশাকে নাচতে দেখা যায় অভিনেত্রীকে।

জাহ্নবী কাপুর, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২২ জুন: অভিনয়ের পাশাপাশি সুনিপুণ নৃত্যশিল্পী হিসেবে বিখ্যাত জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor)। কখনও ক্ল্যাসিকাল আবার কখনও পশ্চিমী, বিভিন্ন ধরনের নৃত্যশৈলীতে সুনিপুণ জাহ্নবী কাপুর। সেই জাহ্নবীকে এবার দেখা গেল 'আকসা গ্যাঙের' সঙ্গে নাচতে।

জনপ্রিয় গান 'টেম্পারেচারের' ধুনে ছোট্ট কালো রঙের পোশাকে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। 'রুহি' অভিনেত্রী যখন তাঁর নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে।

আরও পড়ুন: Nusrat Jahan: গর্ভ নিরোধকের বিজ্ঞাপন, 'সিঁদুরকে অপমান করছেন' বলে কটাক্ষ নুসরতকে

দেখুন...

 

View this post on Instagram

 

জাহ্নবীর নাচ দেখে অর্জুন কাপুর (Arjun Kapoor) , মাহিপ কাপুর, মাসাবা গুপ্তারা লাইকের বন্যা বইয়ে দেন। আকসা গ্যাঙের সঙ্গে জাহ্নবীর নাচ নিয়ে আলোচনা করতে ডিনার টেবিলে বসতে হবে বলেও মজার মন্তব্য করেন অর্জুন কাপুর। বর্তমান 'রুহআফসা' নিয়ে ব্যস্ত জাহ্নবী কাপুর। রুহির পর আপাতত এই ছবির প্রস্তুতি শুরু করছেন শ্রীদেবী কন্যা।



@endif