Holi 2021: আবীরে, আদরে মীরাকে ভরালেন শাহিদ, ভাইরাল ভিডিয়ো
শাহিদ-মীরার হোলি

মুম্বই, ২৯ মার্চ : রংয়ের উৎসবে মাতোয়ারা গোটা দেশ (India)। যদিও করোনার জেরে প্রকাশ্যে জনসমাগম হয়নি। তাও নিজেদের মতো করেই রংয়ের উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ থেকে তারকা প্রত্যেকে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না শাহিদ কাপুরও।

রংয়ের উৎসবে মেতে ওঠেন শাহিদ কাপুর (Shahid Kapoor) এবং মীরা রাজপুত একযোগে। যেখানে মীরাকে রংয়ে ভরিয়ে দিতে দেখা যায় শাহিদকে। মীরার গালে আবীরের ছোঁয়ার পাশাপাশি তাঁকে আদরেও ভরিয়ে দেন শাহিদ। স্ত্রীর সঙ্গে বলিউড অভিনেতার সেই ছবি এবং ভিডিয়ো(Video) প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন  : Fatima Sana Shaikh : ফের করোনার থাবা বলিউডে, আক্রান্ত 'দঙ্গল গার্ল' ফাতিমা

দেখুন...

 

 

View this post on Instagram

 

 

 

View this post on Instagram

 

শাহিদের পাশাপাশি রংয়ের উৎসবে মেতে ওঠেন অক্ষয় কুমারও। মেয়ে নিতারার সঙ্গে হোলিতে মেতে ওঠেন আক্কি (Akshay Kumar)। করোনার মধ্যে প্রত্যেকে যাতে বাড়ির মধ্যে থেকে কাছের মানুষদের সঙ্গেই যাতে রংয়ের উৎসবে মেতে ওঠেন, সেই আবেদনও জানান অক্ষয় কুমার।