মুম্বই, ১১ সেপ্টেম্বর: এবার জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বলিউড অভিনেত্রী (Actress) হংসিকা মোটওয়ানির (Hansika Motwani) বিরুদ্ধে তাঁর বউদির অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। হংসিকা মোটওয়ানি, তাঁর মা মোনা এবং দাদা প্রশান্তের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। হংসিকার বউদি ন্যান্সি জেমস অভিনেত্রীর পরিবারের বিরুদ্ধে হিংসার অভিযোগ করেন। যে অভিযোগের তালিকায় হংসিকা মোটওয়ানির নামও রয়েছে।
২০২১ সালে অভিনেত্রী ন্যান্সি জেমসের সঙ্গে হংসিকা মোট ওয়ানি এবং তাঁর দাদা প্রশান্ত মোটওয়ানির বিয়ে হয়। ধুমধাম করে, বিলাসবহুলভাবে বিয়ে হয় হংসিকার দাদা প্রশান্ত এবং ন্যান্সির। বিয়ের পর কয়েক বছর একসঙ্গে থাকার পর ন্যান্সি মোটওয়ানি পরিবার ছাড়েন। অভিযোগ, হংসিকার দাদা ন্যান্সির উপর মানসিক অত্যাচার করেছেন। যে তালিকায় হংসিকার মা মোনার নামও উঠে আসে।
পাশাপাশি হংসিকাও বাদ পড়েননি ন্যান্সির সেই অভিযোগের তালিকা থেকে। যা থেকে বেকায়দায় পড়েন বলিউডের এই পরিচিত অভিনেত্রী।
জানা যায়, গত ডিসেম্বরে ন্যান্সি জেমস থানায় হাজির হন। সেখানেই হংসিকা এবং তাঁর মায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ন্যান্সি একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন। এবার সেই মামলা আদালতে উঠতে শুরু করেছে।
গার্হস্থ্য হিংসার একাধিক অভিযোগে তোলাপড় দেশ
বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠে আসতে শুরু করেছে। গ্রেটার নয়ডার নিকি ভাটি হোক কিংবা বেঙ্গালুরুর পি শিল্পা, একের পর এক ঘটনায় শিউরে উঠতে শুরু করেছে গোটা দেশ।
আর এবার বলিউডের এক পরিচিত অভিনেত্রীর পরিবারের বিরুদ্ধে হিংসার অভিযোগ উঠলে, মানুষ রীতিমত চমকে যান।