Barbie Movie. (Photo Credits: twitter)

দুনিয়ার বক্স অফিসে ঝড় তোলার পর এবার ভারতে ওটিটি-তে মুক্তি পেতে চলেছেন 'বার্বি'। মার্গোট রোবি, রায়ান গসলিং অভিনীত ২০২৩ সালে দুনিয়ার সবচেয়ে বড় হিট সিনেমা আগামী ২২ ডিসেম্বর থেকে স্মার্ট টিভি, মোবাইল, ট্যাব বা কম্পিউটারে দেখা যাবে। গ্রেটা গেরিং গারউইগ পরিচালিত এই সিনেমাটি ভারতে দেখানোর ডিজিটাল স্বত্ব কিনেছে রিলেয়ান্স জিও এন্টারটেনমেন্ট। রিলিজের মাস পাঁচেক পর ওটিটি-তে রিলিজ করছে সিনেমাটি।

আগামী ২২ ডিসেম্বর থেকে জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে দেখানো হবে 'বার্বি'। বার্বি-র সম্প্রচার সত্ত্ব কিনে বড়দিনের ঠিক আগে ভারতে ওটিটি বাজারে বাজিমাত করল জিও সিনেমা। কারণ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে বার্বি-কে ওটিটি-র কোহিনুর হিসেবে দেখা হচ্ছিল।

দেখুন খবরটি

গোটা দুনিয়া জুড়ে ১.৪৫ বিলিয়ন ডলার ব্যবসা করে সিনেমার ইতিহাসে নয়া নজির গড়েছে 'বার্বি'। গত ৯ জুলাই বিশ্বজুড়ে রিলিজ করেছিল এই সিনেমা।

টানা তিন মাস বড় পর্দায় দাপট দেখায় এই মার্কিন ফ্যান্টাসি–কমেডি সিনেমা।