মুম্বই, ১ সেপ্টেম্বর: গণপতি বিসর্জন (Ganpati Aarti) সম্পন্ন করলেন রণবীর এবং নীতু কাপুর। রবিবার কাপুর বাড়ির গণপতি বিসর্জনে সামিল হন রণবীর এবং নীতু (Neetu Kapoor)। আরতী করে গণপতি বিসর্জন করেন রণবীর (Ranbir Kapoor) এবং নীতু। তবে সেখানে দেখা যায়নি আলিয়া ভাটকে। রণবীর এবং নীতুর সঙ্গে আলিয়া (Alia Bhatt) নেই কেন বলে অনেকে প্রশ্ন তোলেন। নীতু কাপুরের পুত্রবধূ কোথায় বলে বহু মানুষকে প্রশ্ন তুলতে দেখা যায়। গণপতি বিসর্জনে মা, ছেলে হাজির হলেও, বউমা কেন নেই বলে অনেকেই প্রশ্ন করেন নীতু কাপুরকে।
দেখুন রণবীর কাপুর এবং নীতু কাপুরের গণপতি আরতীর ভিডিয়ো...
View this post on Instagram
সম্প্রতি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের নির্মীয়মান বাড়ির ছবি একাধিক সংবাদমাধ্যমের পাতায় উঠে আসে। যা দেখে রেগে যান আলিয়া ভাট। তিনি বলেন, তাঁদের বাড়ি এখনও তৈরি হয়নি। তাই নির্মীয়মান বাড়ির ছবি এবং ভিডিয়ো পোস্ট করে, তাঁদের একান্ত ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে।
আলিয়া যে তাঁর নির্মীয়মান বাড়ির ছবি এবং ভিডিয়ো সংবাদমাধ্যমের পাতায় উঠে আসায় একেবারেই খুশি হননি, তা কার্যত স্পষ্ট করে দেন।
আরও পড়ুন: Alia Bhatt: খুব রেগে গেলেন আলিয়া ভাট, দেখুন নায়িকার পোস্ট
কোন বিষয়ে আলিয়া-রণবীরের বাড়ির প্রসঙ্গ ওঠে
জানা যায়, বলিউড তারকাদের সবচেয়ে দামি বাড়ির তালিকায় এখন সর্বাগ্রে রয়েছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিলাসবহুল বাংলো। যার দাম এই মুহূর্তে ২৫০ কোটি। শাহরুখ খানের মন্নত এবং অমিতাভ বচ্চনের জলসাকে ছাড়িয়ে আলিয়া, রণবীরের বাংলোর দাম ২৫০ কোটিতে পৌঁছে গিয়েছে বলে খবর মেলে।
আর ওই খবরের জেরেই আলিয়া, রণবীরের নির্মীয়মান বাড়ির ছবি এবং ভিডিয়োতে ছয়লাপ হয়ে যায় সংবাদমাধ্যমগুলি।