Bollywood Strikes Back (Photo Credits: File Image)

২০২২ সালটা বলিউডের জন্য একেবারেই ভাল যায়নি। আমির খান থেকে অক্ষয় কুমারের মত মেগাস্টারদের সিনেমা একেবারেই ফ্লপ করেছে। অজয় দেবগণের সিনেমাও বক্স অফিসে হালে পানি পাইনি। চলেনি কঙ্গনা রানওয়াত, তাপসী পান্নু-দের সিনেমাও চলেনি বক্স অফিসে। ঈদ থেকে দিওয়ালি-খ্রিস্ট কিন্তু সেখানে আরআরআর, কেজিএফ-টুর মত দক্ষিণের সিনেমা বক্স অফিসে কাঁপিয়ে দেয়।

খারাপ একটা বছরের পর এবার বলিউডের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। ২০২৩-এ বলিউডের কাছে প্রত্যাশা অনেক। দীর্ঘদিন পর বলিউডে কামব্যাক করছেন শাহরুখ খান। চলতি বছর শাহরুখের তিনটি সিনেমা রিলিজ করছে। আরও পড়ুন-আদুরে চুম্মনে শুরু হল অর্জুন-মালাইকার নববর্ষ

গদর, বজরঙ্গী ভাইজান থেকে বড়ি মিয়া ছোটে মিঁয়ার মত সিনেমার আসছে সেকেন্ড পার্ট। শক্তিমান আসছে বড় পর্দায়।

১) পাঠান (শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন)

রিলিজ- ২৫ জানুয়ারি, পরিচালক-সিদ্ধার্থ আনন্দ

) গদর টু (সানি দিওল, আমিশা প্যাটেল)

রিলিজ-২৫ জানুয়ারি, পরিচালক-অনিল শর্মা

৩) আশিকী টু (কার্তিক আরিয়ান)

রিলিজ-১৪ ফেব্রুয়ারি, পরিচালক-অনুরাগ বসু

৪) টাইগার থ্রি (সলমন খান, ক্যাটরিনা কাইফ)

রিলিজ-২১ এপ্রিল। পরিচালক-মনীশ শর্মা

৫) রকি অউর রানি কি প্রেম কাহানি (রণবীর কাপুর, আলিয়া, ধর্মেন্দ্র, জয়া বচ্চন)

রিলিজ-২৮ এপ্রিল। পরিচালক-করণ জোহার

৬) জওয়ান (শাহরুখ খান, নয়ণতারা,সুনীল গ্রোভার,প্রিয়মণি)

রিলিজ- ২ জুন। পরিচালক-অ্যাটলি কুমার

৬) শক্তিমান (মুকেশ খান্না, প্রশান্ত সিং)

রিলিজ- ৫ জুন।

৬) আদি পুরুষ (প্রভাস, সঈফ আলি খান, কৃতি শ্যানন)

রিলিজ- ১৬ জুন। পরিচালক-ওম রাউত

৭) বজরঙ্গী ভাইজান ২ (সলমন খান, হর্ষালি মালহোত্রা)

রিলিজ-২৯ জুন। পরিচালক-কবীর খান

৮) যোদ্ধা (সিদ্ধার্থ মালহোত্রা, দিশা পাটানি)

রিলিজ-৭ জুলাই। পরিচালক-সাগর আম্বরে, পুষ্কর ওঝা

৯) অ্যানিমাল (রণবীর কাপুর, রশ্মিকা মন্ধনা, পরিণীতি চোপড়া, অনিল কাপুর,)

রিলিজ- ১১ অগাস্ট । পরিচালক-সন্দীপ ভেঙ্গা রেড্ডি

১০) ড্রিম গার্ল টু (আয়ুষ্মান খুরানা, অনন্যা পাণ্ডে, পরেশ রাওয়াল)

রিলিজ-৩০ সেপ্টেম্বর, পরিচালক-রাজ শান্ডিল্য

১১) পুষ্পা: দ্য রুল-পার্ট টু (আল্লু অর্জুন, রাশ্মিকা মন্ধনা)

রিলিজ- ১৬ ডিসেম্বর, পরিচালক-সুকুমার

১২) ডুনকি (শাহরুখ খান, তাপসী পান্নু)

রিলিজ-২২ ডিসেম্বর, পরিচালক-রাজকুমার হিরানি

১৩) বাড়ে মিয়া, ছোটে মিয়া (অক্ষয় কুমার, টাইগার শ্রফ)

রিলিজ-২২ ডিসেম্বরয পরিচালক-আলি আব্বাস জাফর

১৪) জলি এলএলবি থ্রি (অক্ষয় কুমার, আর্শাদ ওয়ারশি, সৌরভ শুক্লা)

রিলিজ-২৫ ডিসেম্বর, পরিচালক-সুভাষ কাপুর

১৫) মেরি ক্রিস্টমাস (বিজয় সেতুপতি, ক্যাটরিনা কাইফ, সঞ্জয় কাপুর)

রিলিজ-২৫ ডিসেম্বর, পরিচালক-শ্রীরাম রাঘবন