কলকাতা, ২৭ জুলাই: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি-র স্বামী রাজ কুন্দ্রার পর্ন কাণ্ডের জল এবার গড়িয়ে এল কলকাতাতেও। কলকাতার দুই মহিলা এই কাণ্ডে বিস্ফোরক অভিযোগ নিয়ে কলকাতার দুই মহিলা পুলিশের দ্বারস্থ হলেন। তাঁদের অভিযোগ, জোর করে পর্ন শ্যুট করিয়ে সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়া হয়। পাশাপাশি এই দুই মহিলার অভিযোগ, তাদের সেই ভিডিও বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে, যা রাজ কুন্দ্রার সহযোগীদের উদ্যোগে তৈরি সেখানে আপলোড করা হয়। অভিযোগকারিনী ওই দুই মহিলার মধ্যে একজন আসানসোলের বাসিন্দা, অন্যজনের বাড়ি কলকাতায়। বালিগঞ্জ রেলস্টেশনের সামনের এক স্টুডিওতে এই শ্যুট হয়েছিল বলে অভিযোগ।
পর্ন কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে রাজ কুন্দ্রা বিরুদ্ধে এমন অভিযোগ অনেক মহিলা এনেছেন। রাজের আইনজীবীর অভিযোগ, রাজ কোনও রকম পর্ন শ্যুট করতেন না, যেটা হত তা হল সফট অ্যাডাল্ট ভিডিও।
ফেব্রুয়ারি থেকেই শিল্পা শেট্টির স্বামীকে নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে পুলিশের৷ ওই সময় রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা না হলেও, পর্ন ফিল্মের র্যাকেটে জড়িত থাকার অভিযোগে প্রথম গ্রেফতার করা হয় অভিনেত্রী গেহানা বশিষ্টকে (Gehana Vasisth) ৷ পরে পুলিশের জালে ধরা পড়েন রাজের সহযোগী উমেশ কামাত৷
ওই সময় রাজ নিজেও ধরা পড়তে পারেন বলে সন্দেহ দানা বাঁধতে শুরু করে৷ ফলে পুরনো ডেটা যাতে পুলিশের হাতে না আসে, তার জন্য নিজের ফোন ফেলে দেন শিল্পার (Shilpa Shetty) স্বামী৷ রাজ কুন্দ্রার পুরনো মোবাইল কোথায় রয়েছে! পুলিশের এমন প্রশ্নের উত্তরে ব্যবসায়ী জানিয়ে দেন, তিনি ফেলে দিয়েছেন৷ রাজের পুরনো মোবাইল উদ্ধার করতে পারলে, তা থেকে পর্ন ফিল্ম র্যাকেটের বহু তথ্য উদ্ধার করা যেত বলে অনুমান পুলিশের৷