যুবিকা চৌধুরী, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৯ মে: যুবিকা চৌধুরীর (Yuvika Chaudhary) বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর (FIR)। জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে বি টাউনে।

সম্প্রতি 'ভাঙি' (ঝাড়ুদার অর্থে)-র মতো শব্দ ব্যবহার করে এক শ্রেণির সম্প্রদায়ের মানুষের রোষের মুখে পড়েন যুবিকা। নিজের ভিডিয়োতে অনিচ্ছাকৃতভাবে তিনি ওই শব্দ ব্যবহার করেছেন। এমনকী, 'ভাঙি'  শব্দের মানে পর্যন্ত তিনি জানেন না বলে দাবি করেন যুবিকা। পাশাপাশি ওই শব্দ ব্যবহারের মাধ্যমে তিনি যদি কাউকে আঘাত করেন, তাহলে ক্ষমাপ্রার্থী বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

আরও পড়ুন:  Shreya Ghoshal: মা হওয়ার পর নতুন ছবি শেয়ার শ্রেয়া ঘোষালের, আপ্লুত ভক্তরা

যদিও যুবিকা চৌধুরীর ক্ষমা প্রার্থনার পরও এ বিষয়ে শেষরক্ষা হয়নি। যুবিকা চৌধুরির বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করে হরিয়ানা পুলিশ। দলিত রাইট অ্যাক্টিভিটস রজত কলসন এবং হাঁসির পুলিশ সুপার নিকিতা আলওয়াতের অভিযোগের প্রেক্ষিতেই দায়ের করা হয় অভিযোগ।

প্রসঙ্গত নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগে 'তারক মেহতা কা উলটা চশমা' খ্যাত অভিনেত্রী মুনমুন দত্তের (Munmun Dutta) বিরুদ্ধেও মুম্বই পুলিশ অভিযোগ দায়ের করে।