Filmfare Awards 2022: ঘোষণা হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার পুরস্কার, দেখে নিন কারা পেলেন পুরস্কার?

রণবীর সিং এবং কৃতি শ্যানন ৬৭ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা অভিনেতা এবং অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।

মহারাষ্ট্র সরকারের সহযোগিতায় আজাদি কা অমৃত মহোৎসবের  অংশ হিসাবে ৬৭ তম  ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২ ঘোষণা করা হল। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে থেকে তুলে দেওয়া হল শ্রেষ্ঠত্বের শিরোপা। ঘোষণা হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার পুরস্কার, দেখে নিন কারা পেলেন পুরস্কার?

রণবীর সিং এবং কৃতি শ্যানন ৬৭ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা অভিনেতা এবং অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।পরিচালক কবির খানের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের ওপর বানানো ছবি  83-এ প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক কপিল দেবের চরিত্রে অবিশ্বাস্য অভিনয়ের জন্য রণবীর পেলেন এই সম্মান এবং তখন কৃতি শ্যানন সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্র মিমিতে(Mimi) একজন সারোগেট মায়ের ভূমিকার জন্য পেলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।

Congratulations!

সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি-অভিনীত কার্গিল  যুদ্ধে শহীদ বিক্রম বাত্রার বায়োপিক শেরশাহ সেরা চলচ্চিত্র ঘোষিত হয়েছে। এবং এই ছবির জন্যই নির্দেশক বিষ্ণুবর্ধন পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার । 

এছাড়া শ্রেষ্ঠ অভিনেতা ক্রিটিক্স পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল তাঁর উধম সিং ছবির জন্য এবং শেরনি ছবির জন্য  শ্রেষ্ঠ অভিনেত্রী ক্রিটিক্স পুরস্কা পেয়েছেন বিদ্যা বালান।