Aamir Khan, Kiran Rao (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ সেপ্টেম্বর: 'লগন' (Laagan)-এর পর এবার 'লা পাতা লেডিজ' (Laapata Ladies)। অভিনেতার পর এবার প্রযোজক আমির খানের (Aamir Khan) সিনেমা অস্কার পুরস্কারের মঞ্চে। কিরণ রাও (kiran Rao) পরিচালিত 'লা পাতা লেডিস'অস্কারে ভারতের মনোনয়ন পাওয়া নিয়ে দারুণ খুশি আমির। ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকর পরিচালিত 'লগন'-এর সৌজন্যে আমির খান অস্কারের মঞ্চে পা রেখেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য একটুর জন্য অস্কার (Oscar 2025) জেতা হয়নি আমিরের লগন-এর। এবার কি প্রযোজক আমিরের লাপাতা লেডিজ অস্কার জিততে পারবে?

লাপাতা লেডিজের অস্কার মনোনয়ন নিয়ে আমির খান বললেন, "খবরটা পেয়ে আমরা দারুণ খুশিু হই। কিরণ এবং ওর পুরো টিমের জন্য আমি গর্বিত। আমাদের পরিশ্রম কাজে লাগল এটা দারুণ ব্যাপার। আশা করছি এবার অ্যাকাডেমির সদস্যদের হৃদয় জিতবে। অস্কারে ভারতের প্রতিনিধি আমাদের সিনেমাকে মনোনিত করার জন্য আমি ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই। জিও এবং নেটফ্লিক্স আমাদের পার্টনার হওয়ার জন্য ধন্যবাদ। দর্শকরা যেভাবে আমাদের ছবিকে পছন্দ করেছেন তা শুনে দারুণ লেগেছে।" 'লাপাতা লেডিজ'-এর ভিন্ন ধরনের কাহিনি, দারুণ চিত্রনাট্য, সাবলীল অভিনয়ের পাশাপাশি অরিজিত সিংয়ের গাওয়া 'ও সজনি রে...' গানটি গোটা দেশের মানুষের মন জিতেছে। লাপাতা লেডিজ ইতিমধ্যেই বিভিন্ন মঞ্চে সেরা ছবির পুরস্কার জেতে।

দেখুন লাপাতা লেডিজের অস্কার যাত্রা নিয়ে কী বললেন আমির খান 

আগামী বছর হতে চলা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার মঞ্চ অস্কারের জন্য মনোনীত হয়েছে 'লাপাত লেডিজ'। ২০২৫ অস্কারে বিদেশী ভাষার সেরা সিনেমা হিসেবে ভারত বেছে নেয় লাপাতে লেডিজ-কে। বলিউডের ১৬টি সহ দেশের মোট ২৯টি ছবির মধ্যে থেকে সেরার সেরা হিসাবে সিনেমা হিসেবে অস্কারে পাঠানো হয় কিরণ রাওয়ের এই ছবি ৷ গত বেশ কয়েক বছর ধরেই ভারত থেকে পাঠানো কোনও সিনেমাই অস্কারের মঞ্চে গিয়ে পুরস্কারের ধারেকাছে যেতে পারছে না।