Diwali 2022: আমজনতার মতই দীপাবলির আনন্দে মাতলেন বলি সেলেবরা, জানালেন ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দন (দেখুন সেই ছবি)

আমজনতার মতোই দিওয়ালি (Diwali) পালন করলেন বলি তারকারা। দিওয়ালির নতুন পোশাকে সেজে আবার কাউকেবা দিওয়ালির পার্টি করতেও দেখা গিয়েছে । এইসঙ্গে তাঁরা সোশ্যাল মিডিয়ায় দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে। এই তালিকায় রয়েছেন মেগাস্টার অভিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে দক্ষিণের তারকা আর মাধবন (R Madhavan), বর্তমান প্রজন্মের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) জাহ্নবী কাপুর থেকে বলিউড ডিভা কাজল সহ অনেকেই। এবার দেখে নেওয়ার পালা ভক্তদের কী বার্তা দিলেন তাঁরা-

অভিতাভ বচ্চন

আর মাধবন (R Madhavan)

মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)

শ্রদ্ধা কাপুর(Shraddha Kapoor)

 

View this post on Instagram

 

A post shared by Shraddha ✶ (@shraddhakapoor)

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

সিনেমার শ্যুটিং এর জন্য কলকাতায় আছেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা। দিওয়ালির দুপুরে  কলকাতাতেই দিওয়ালির বিশেষ পার্টি আয়োজন করেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভারত-পাক ম্যাচে দেশের জয় ও স্বামী বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্সের পর এদিন নিওন সবুজ শাড়িতে মোহময়ীরূপে আলোর উৎসবে মাতেন অনুষ্কা।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

কাজল (Kajol Devgn)

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)