
মুম্বই, ৬ জুনঃ অভিনেতা ডিনো মোরিয়ার (Dino Morea) বাড়িতে ইডির (ED) হানা। কোটি কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে অভিনেতার। ৬৫ কোটি টাকার মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারির (Mithi River Desilting Scam) ঘটনায় শুক্রবার, ৬ জুন মুম্বই এবং কেরলের ১৫টি জায়গায় চলছে ইডির তল্লাশি। এই আর্থিক কেলেঙ্কারির মামলাতেই নাম জড়িয়েছে অভিনেতা ডিনো মোরিয়ার।
সকাল সকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা পৌঁছে গিয়েছেন মডেল তথা অভিনেতার মুম্বইয়ের বাড়িতে। পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ে বন্যা পরিস্থিতি আটকাতে মিঠি নদী থেকে পলি তুলে নাব্যতা বাড়ানোর প্রকল্প নিয়েছিল প্রশাসন। আর তাতেই কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে। আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্তে নেমেছে ইডি। এই মামলায় এর আগে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা অভিনেতা ডিনো মোরিয়াকে তবল করে জিজ্ঞাসাবাদ করেছিল। এবার ইডি সোজা তাঁর অন্দরমহলে তল্লাশি চালাচ্ছে।
ডিনো মোরিয়ার বাড়িতে ইডির হানা
#WATCH | Mumbai: Enforcement Directorate conducts raids at the residence of Bollywood actor Dino Morea, besides 15 other places across Mumbai and Kochi, in the alleged Rs 65 crore Mithi River desilting case. pic.twitter.com/quzVoZwLWx
— ANI (@ANI) June 6, 2025
মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি কী?
মিঠি মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী। অতিরিক্ত বর্ষায় নদীর জলে বন্যা পরিস্থিতি রুখতে নদীখাত পরিষ্কার করে নাব্যতা বাড়ানোর অভিযান নিয়েছিল প্রশাসন। বরাদ্দ করা হয়েছিল বিপুল অর্থ। আর তাতেই ঘটে গণ্ডগোল। চলে দুর্নীতি। অভিযোগ ওঠে নথি গড়মিলেরও। মিডলম্যান, ঠিকাদারেরা প্রকল্পের জন্যে বরাদ্দ টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ উঠেছে। এই কেলেঙ্কারির ফলে আসন্ন বর্ষায় মুম্বইয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সঙ্কটের মুখে পড়েছে।