Dev, Subhashree Ganguly's DHUMKETU (Photo Credit: YouTube)

Dhumketu Box Office Report: স্বাধীনতা দিবসে বাংলার বক্স অফিসে তৈরি হতে চলেছে নয়া নজির। কৌশিক গাঙ্গুলি (Kaushik Ganguly) পরিচালিত 'ধূমকেতু' সিনেমাটি ৩ কোটি টাকা নেট ব্যবসা করার পথে (হলের টিকিট থেকে রোজগারের পর কর বাদ দিয়ে যা থাকে তা হল নেট ব্যবসা)। সিনেমাটির ভাল গল্প, সুন্দর ক্যামেরার কাজ, দেব (Dev)-শুভশ্রী (Subhashree Ganguly) জুটির প্রত্যাবর্তনের রসায়ন, রুদ্রনীল-পরমব্রত, চিরঞ্জিত চক্রবর্তীর অভিনয়, অনুপম রায়ের গান ধুমকেতুকে বক্স অফিসে ঝড় তুলতে বড় সাহায্য করছে। ছবিটিকে ঘিরে মিডিয়া হাইপ, প্রচারে ভর করে গতকাল, বৃহস্পতিবার রিলিজের দিনেই ২ কোটি টাকার বেশ ব্যবসা করে। প্রেম-বিচ্ছেদ-বন্ধুত্বের এক সমাপতনের 'ধূমকেতু' চিত্র সমালোচকদের বাহবা পেয়েছে। তার চেয়েও বড় কথা জেলার সিনেমাগুলিতে আলাদা এক উন্মাদনা চোখে পড়ছে ধূমকেতুকে ঘিরে।

বক্স অফিসে বড় নজির

বাংলায় বক্স অফিসের দ্বৈরথে যশরাজ ফিল্মসের মেগা রিলিজ 'ওয়ার টু'-কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে ক্রিয়েটিভ মিডিয়া ও দেব এন্টারটেইনমেন্টের 'ধূমকেতু'।

দর্শকদের ধন্যবাদ জানালেন পরিচালক কৌশিক গাঙ্গুলি

বক্স অফিসে ধ্রুবতারা যখন ধূমকেতু

দেখুন খবরটি

 

জেলায় জেলায় ধূমকেতু ঝড়

বারাসত থেকে বর্ধমান, মালদা থেকে মেদিনীপুরের সিনেমা হলগুলিতে ধূমকেতুর টিকিট ব্ল্যাক বিক্রি হওয়ার অবস্থা। আজ, শুক্রবার স্বাধীনতা দিবসের ছুটিতে 'ধূমকেতু'-র টিকিট নিয়ে চাহিদা তুঙ্গে উঠেছে।