মুম্বই, ১০ নভেম্বর: ধর্মেন্দ্র ভর্তি হাসপাতালে। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানেই আপাতত অভিনেতা ভেন্টিলেশনে রয়েছেন বলে খবর। কী কারণে আবার কয়েক দিনের মাথায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হল, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। এ বিষয়ে এখনও কোনও সঠিক খবর মেলেনি। ধর্মেন্দ্রর পরিবারের তরফে অভিনেতার শারীরিক অসুস্থতার বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
গত ৩১ অক্টোবর ধর্মেন্দ্রকে একবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। যা নিয়ে বর্ষীয়ান অভিনেতার অসংখ্য অনুরাগীদের মাঝে আতঙ্ক ছড়াতে শুরু করলে, সবাইকে আশ্বস্ত করেন হেমা মালিনী।
বিজেপির অভিনেত্রী, সাংসদ জানান, রুটিন চেকআপের জন্য ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভাল আছেন বলেও ওই সময় জানান হেমা মালিনী। প্রথমবার অভিনেতার হাসপাতালে ভর্তির কয়েকদিনের মধ্যে ফের তাঁকে কেন চিকিৎসার জন্য ব্রিচ ক্যান্ডির ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হল, তা নিয়ে উদ্বেগ বাড়ছে অনুরাগীদের।