Raju Srivastava (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১১ অগাস্ট: জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের হাসপাতালে ভর্তি হওয়ার খবর চাঞ্চল্য ছড়ায়। রাজু শ্রীবাস্তব বর্তমানে দিল্লির এমসে ভর্তি। রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava) শারীরিক অবস্থার খবর নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলে, কৌতুকশিল্পীর শারীরিক অবস্থার খবর নেন প্রতিরক্ষামন্ত্রী। দিল্লিতে ওয়ার্কআউটের সময় বুধবার আচমকা বুকে ব্যাথা অনুভব করেন রাজু শ্রীবাস্তব। এরপর তাঁকে দিল্লির এমসে ভর্তি করা হয়। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে।

কৌতুকশিল্পী সুনীল পাল জানিয়েছেন, রাজু শ্রীবাস্তবের অবস্থা আগের তুলনায় স্থিতিশীল। তিনি অনেকটাই সঙ্কটমুক্ত আগের তুলনায়।

রিপোর্টে প্রকাশ, রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক। তবে তাঁকে সুস্থ করে তোলার সমস্ত ধরনের চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। প্রসঙ্গত বুধবার সকাল ১০.৪৫ নাগাদ রাজু শ্রীবাস্তবকে অসুস্থ অবস্থায় দিল্লির এমসে ভর্তি করা হয়।