গত ৪ ডিসেম্বর পুষ্পা ২-এর প্রিমিয়ার শো-তে তুমুল বিশৃঙ্খলার কারণে প্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে (Allu Arjun) একঝলক দেখতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন এক মহিলা ভক্ত। রিপোর্ট অনুযায়ী, ওইদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আন্দাজের থেকে অনেকটাই বেশি ভিড় হয়েছিল। সেই কারণে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকার কারণে পদপিষ্ট হয়েছিলেন অনেকে। যার মধ্যে একজনের মৃত্যু হয় এবং একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনার পরেই আইকন স্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের হয়। আর তারপরেই টনক নড়ে অভিনেতা। অবশেষে এই গোটা ঘটনা নিয়ে নীরবতা ভাঙলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করে তিনি জানান গোটা ঘটনা নিয়ে তিনি মর্মাহত।

ভিডিয়ো বার্তায় আল্লু অর্জুন বলেন, "সন্ধ্যা থিয়েটারে যে মর্মান্তি ঘটনা ঘটেছিল, তাতে আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা রয়েছে আমার এবং গোটা পুষ্পা টিমের। মৃতের পরিবারের যন্ত্রণা ভাগ করে নিতে আমরা ব্যক্তিগতভাবে তাঁদের সঙ্গে দেখা করব। আমরা শুনেছি যে মহিলার দুই সন্তান রয়েছে। হয়তো মৃতের পরিবারের যে ক্ষতি হয়েছে তা আমরা কখনই পূরণ করতে পারব না। কিন্তু তবুও তাঁদের যাতে কিছুটা সাহায্য করতে পারি তারজন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আমি তাঁদের পাশে সবসময় থাকব। এছাড়া যে বা যারা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার খরচও আমরা বহন করব"।