মুম্বই, ৩০ এপ্রিল: করোনায় আক্রান্ত রণধীর কাপুরকে আইসিইউতে (ICU) স্থানান্তরিত করা হল। কোভিড (COVID 19) সংক্রান্ত একাধিক পরীক্ষা করা হয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেতার।
সম্প্রতি করোনায় আক্রান্ত হন রণধীর কাপুর (Randhir Kapoor)। রাজ কাপুরের জ্যেষ্ঠ পুত্রের পাশাপাশি তাঁর বাড়ির আরও ৫ জন কর্মী ভাইরাসে আক্রান্ত হন। কোভিডে আক্রান্ত হওয়ার পর রণধীর কাপুরকে বুধবার রাতে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। বৃহস্পতিবার সেই খবর প্রকাশ্যে আসে।
আও পড়ুন: Siddharth: বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থের
জানা যায়, করিনা কাপুরের (Kareena Kapoor Khan) বাবাকে হাসপাতালে ভর্তি করা হলেও, তাঁর অবস্থা স্থিতিশীল। সেই খবর পাওয়ার পরপরই এবার রণধীর কাপুরকে আইসিইউতে ভর্তি করার খবর প্রকাশ্যে আসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে। তবে তিনি ভাল আছেন বলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে জানান রণধীর কাপুর।
হাসপাতালের চিকিৎসক (Doctor) এবং চিকিৎসা কর্মীরা তাঁর খেয়াল রাখছেন খুব ভালভাবে। পাশাপাশি হাসপাতাল থেকেই টিনা আম্বানিকে ধন্যবাদ জানাতেও ভোলেননি রণধীর কাপুর।