Corona and Kareena : করোনার মতো করিনার সঙ্গেও লড়তে হয়? বিস্ফোরণ আমিরের
করিনাকে নিয়ে কী বললেন আমির

মুম্বই, ১৩ এপ্রিল : লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের সময় করিনাকে নিয়ে বেজায় সমস্যায় পড়তে হয় আমির খানকে। লাল সিং চাড্ডার (Laal Singh Chaddha) শ্যুটিং শেষের পর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বলিউডের (Bollywood) মিস্টার পারফেকশনিস্ট।

আমির খান (Aamir Khan) বলেন, লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের সময় আচমকাই করোনার জেরে প্রায় গোটা দেশ আতঙ্কের প্রহর গুনতে শুরু করে। কোনও কোনও জায়গায় ওই সময় লকডাউন (Lockdown) পর্বও শুরু হয়ে যায়। গোটা দেশ যখন করোনার সঙ্গে লড়াই করছে, সেই সময় শ্যুটিং সেটে তাঁরা করোনা এবং করিনা (Kareena Kapoor Khan), দুই পর্যায়ের সঙ্গে লড়াই করছেন বলে জানান আমির।

আরও পড়ুন :  Richa on Kumbh Mela : কোভিড বিধি শিকেয়, মহাকুম্ভের শাহি স্নানকে কটাক্ষ রিচার

তিনি বলেন, করোনার থাবা এড়িয়ে যখন শ্যুট চলছে, সেই সময় আচমকাই করিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ পায়। ফলে ছবির নায়িকাকে নিয়ে ওই সময় কাজ করাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় তাঁদের পক্ষে। করোনা এবং করিনার সঙ্গে সমানভাবে লড়াই করে তবেই লাল সিং চাড্ডার শ্যুটিং তাঁরা শেষ করেছেন বলে জানান অভিনেতা।

যদিও করোনা এবং করিনার প্রসঙ্গ তুলে বলতে গিয়ে হেসে ফেলেন আমির খান নিজেই।