Celina Jaitly (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ নভেম্বর: গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন স্বামীর বিরুদ্ধে। স্বামী পিটার হাগ দীর্ঘদিন ধরে তাঁর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়েছেন বলে অভিযোগ করেন সেলিনা জেটলি। বলিউড অভিনেত্রীর অভিযোগ সামনে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। সেলিনা জেটলির অভিযোগ, স্বামী পিটার হাগ তাঁর উপর বিভিন্ন সময় অত্যাচার চালিয়েছেন। এমনকী সন্তানদের সামনেও তাঁকে মারধর করেছেন। বিয়ের পর থেকে পিটার হাগের অত্যাচার সহ্য করার পর অবশেষে সেলিনা জেটলি তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন বলে জানান। পিটার হাগের বিরুদ্ধে মুখ খুলের একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন সেলিনা।

২০১০ সালে পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। বিয়ের পর উইনস্টোন, ভিরাজ এবং আর্থার নামে ৩ সন্তানের মা-বাবা হন সেলিনা জেটলি এবং পিটার হাগ। তবে সেলিনা এবং পিটারের আরও এক সন্তান ছিল সামশের। তবে জন্মের পর হৃদপিণ্ডের বিভিন্ন ধরনের সমস্যা ধরা পড়ে সামশেরের মধ্যে। ফলে সামশেরকে হারিয়ে ফেলেন সেলিনা জেটলি এবং পিটার হাগ। এমনকী পিটার বিভিন্ন সময় সেলিনার কাছ থেকে বিভিন্ন ধরনের দামি উপহার চাইতেন। বাচ্চাদের সামনেও স্ত্রীকে মারধর করতেন পিটার। অভিযোগ সেলিনার। শুধু তাই নয়, পিটার হাগ মানসিকভাবে সুস্থ নন বলেও অভিযোগ করেন সেলিনা জেটলি।

সেলিনার আরও অভিযোগ, বিয়ের পর হানিমুনের সময় পিটার তাঁকে চড় মারেন। হানিমুনে গিয়ে সেলিনার ঋতুস্রাব শুরু হয়। সেই সময় তিনি যখন পেটের ব্যাথায় ছটপট করছিলেন, সেই সময় পিটার তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাননি। এমনকী, চিকিৎসকের কাছে নিয়ে যেতে বললে, পিটার রেগে গিয়ে ওয়াইনের গ্লাস দেওয়ালের দিকে ছুঁড়ে মারেন এবং চিৎকার শুরু করেন বলে অভিযোগ করেন সেলিনা জেটলি।

পিটার তাঁকে ঘরে দরজা বন্ধ করে বেরিয়ে যেতেন বলেও অভিযোগ করেন সেলিনা জেটলি।

এসবের পাশাপাশি ২০১২ সালে যখন দিল্লিতে ভয়াবহ গণধর্ষণের খবর সামনে আসে, তা জানার পর সেলিনার সঙ্গেও এমন ব্যবহার করা হবে বলে পিটার হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ অভিনেত্রীর।

প্রসঙ্গত পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার একের পর এক অভিযোগ দায়ের করে, ৫০ কোটি টাকা খোরপোষের দাবি করেছেন সেলিনা জেটলি।