Alia Bhatt at Cannes 2025 (Photo Credits: X)

সমাপ্ত হয়েছে ৭৮'তম কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival 2025)। চলতি বছরে কানের লাল গালিচায় অভিষেক করেছেন বলিউডের এক ঝাঁক তারকা। তালিকায় রয়েছেন শাহরুখ খান (SRK), আলিয়া ভাট (Alia Bhatt), কিয়ারা আডবাণী (Kiara Advani), দিলজিৎ দোসাঞ্জ-সহ (Diljit Dosanjh) আরও অনেকে। শনিবার কানের শেষ দিনের অনুষ্ঠানে লাক্সারি ফ্যাশন সংস্থার গুচির (Gucci) গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া ভাট তাঁর পোশাক দিয়ে গোটা নেটমহলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ আলিয়া ফ্রান্সে, একরত্তি মেয়ের মন ভোলাতে রাহাকে নিয়ে চার্চে গেলেন রণবীর, দেখুন

গুচির ডিজাইন করা থ্রি-পিস ড্রেসে অভিনেত্রীর লুক ছিল এক কথায় নজরকাড়া। নিখুঁত কাজ করা ওই পোশাকের টপটি দেখে প্রথম কয়েক সেকেন্ড তো ঘাবড়ে গিয়েছিলেন ভক্তরা। নেটের বিকিনি টপে উন্মুক্ত বক্ষ নিয়ে বিশ্ব মঞ্চে হাজির হয়েছেন আলিয়া ভাট! খোলা বক্ষ! নেই কোন অন্তর্বাস। উপরে চাপানো কেবল নেটের সূক্ষ্ম পালটা কাপড়।

কানের মঞ্চে আলিয়ার পোশাক চমকে দিল সকলকেঃ

তবে কানের লাল গালিচা থেকে ছড়িয়ে পড়া নায়িকার ছবি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, নেটের বিকিনি টপের মধ্যে নায়িকার চামড়ার রঙের সূক্ষ্ম কাপড় লাগানো রয়েছে। যা এক ঝলক দেখে বোঝা মুশকিল।

ছবি শেয়ার আলিয়ারঃ

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)