Uorfi Javed (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ ফেব্রুয়ারি: প্রেম দিবসে নয়া ভিডিয়ো শেয়ার করলেন ঊরফি জাভেদ (Uorfi Javed)। ভ্যালেন্টাইন্স ডে-র (Valentines Day) সকালে লাল রঙের বিকিনিতে ঊরফি যেভাবে প্রকাশ্যে হাজির হন, তা দেখা কার্যত চমকে ওঠেন অনেকে। ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁর নিজেকে ভিক্টোরিয়া সিক্রেট মডেল মনে হচ্ছে বলে মন্তব্য করেন বলিউডের এই বিতর্কিত মডেল, অভিনেত্রী। প্রসঙ্গত প্রায় প্রতিদিনই পেজ থ্রি-র চর্চায় থাকেন ঊরফি জাভেদ। নিত্য নতুন পোশাকের জন্য ঊরফিকে নিয়ে অব্যাহত চর্চা। এবারও তার অন্যথা হয়নি। প্রেম দিবসে একেবারে নয়া অবতারে হাজির হন খোলামেলা ঊরফি। প্রসঙ্গত পোশাকের জন্য তাঁর কোনও বাছবিচার নেই। শরীর নিয়ে কোনও রাখঢাকও নেই। তাই যে যা-ই তাঁকে নিয়ে বলুন না কেন, তিনি ভয় পেয়ে বা রাগ করে খোলামেলা পোশাক পরা কখনওই ছাড়বেন না বলে স্পষ্ট জানান ঊরফি জাভেদ।

আরও পড়ুন: Uorfi Javed On Chitra Wagh: 'হবু শাশুড়িকে' কী বললেন ঊরফি জাভেদ

 

View this post on Instagram

 

সম্প্রতি ঊরফির পোশাক নিয়ে তীব্র আপত্তি জানান মহারাষ্ট্রের এক মহিলা বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ। মুম্বই পুলিশ যাতে বিষয়টি দেখভাল করে, সে বিষয়েও তিনি আর্জি জানান। যদিও কোনও কিছুতেই তিনি দমেননি। এমনকী ওই বিজেপি নেত্রীর অভিযোগের পর ঊরফি পালটা মহিলা কমিশনের দ্বারস্থ হন। যা নিয়ে েক সময় জোর শোরগোল শুরু হয়।