সিঁদুর, মঙ্গলসূত্রে সজলেন ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela )। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একেবারে অন্য রূপে হাজির হন বলিউড অভিনেত্রী। সিঁদুর, মঙ্গলসূত্রে পরে ঊর্বশী রাউতেলা যখন প্রকাশ্যে হাজির হন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। অস্ট্রেলিয়ায় থাকাকালীন ঊর্বশী কি বিয়ে সেরে ফেললেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ। ঊর্বশীর এই রূপ দেখে অনেকে রিষভ পন্থকে নিয়ে আলোচনা শুরু করেন। এই সময় রিষভকে খেলতে দিন। তাঁকে অন্য কোনও দিকে মন ঘোরাতে দেবেন না বলে ঊর্বশীকে অনুরোধ জানান বহু মানুষ।
যদিও ঊর্বশী রাউতেলা কার জন্য সিঁদুর পরছেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে অভিনেত্রী রিষভ পন্থের জন্যই নিজেকেরওয়া চৌথের আগে নতুন করে সাজিয়েছেন বলে মন্তব্য করেন অনেকে।
View this post on Instagram
ঊর্বশীর এই নয়া লুক দেখে রিষভ পন্থকেও এখনও পর্যন্ত পালটা কোনও মন্তব্য করেত দেখা যায়নি।