মুম্বই, ২৫ সেপ্টেম্বর: বিয়ের ৮ বছর পর বিচ্ছেদের পথে ঊর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar)। মহসিন আখতার মীরের (Mohsin Akhtar Mir) সঙ্গে বিচ্ছেদ হচ্ছে ঊর্মিলার। এমন খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। ঊর্মিলা মাতন্ডকর এবং মহসিন আখতার মীরের কেন বিচ্ছেদ হচ্ছে, তা নিয়ে বেশ কিছু গুঞ্জন শুরু হয়। যার মধ্যে অন্যতম ঊর্মিলা মাতন্ডকরকে (Urmila Matondkar-Mohsin Akhtar Mir Divorce) তাঁর নিজের সম্পত্তি বিক্রি করতে হবে বলে মহসিনের পরিবারের তরফে চাপ দেওয়া হতে শুরু করে বলে অভিযোগ। যাতে একেবারেই রাজি নন অভিনেত্রী। ফলে ঊর্মিলা গত ৪ মাস আগে মহসিন আখতার মীরের সঙ্গে থাকবেন না বলে বিচ্ছেদের আবেদন করেন। ফলে মিউচুয়্যাল ডিভোর্সের পথে হাঁটছেন না ঊর্মিলা, মহসিন। দুজনের মতান্তর হওয়াতেই অভিনেত্রী বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে খবর উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে।
৪০-এ পৌঁছে বিয়ে করেন ঊর্মিলা মাতন্ডকর। মহসিন আখতার মীরের চেয়ে ঊর্মিলা প্রায় ১০ বছরের বড়। ফলে ঊর্মিলা এবং মহসিনের বিচ্ছেদের পিছনে তাঁদের বয়সের ব্যবধানও অন্যতম কারণ বলে দাবি করেন অনেকে। যদিও 'রঙ্গিলা' অভিনেত্রীর তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।
কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা মহসিন আখতার মীর। কাশ্মীরেই তাঁদের ব্যবসা। ব্যাবসার পাশাপাশি লাক বাই চান্স, বি এ পাস-এর মত বেশ কয়েকটি ছবিতে কাজ করেন মীর। ২০১৪ সালে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ভাগ্নির বিয়েতে মীরের সঙ্গে পরিচয় হয় ঊর্মিলা মাতন্ডকরের। এরপর ২০১৬ সালেই মণীশ মালহোত্রা-সহ ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সারেন ঊর্মিলা এবং মীর। বিয়ের পর মহসিন আখতার মীরের সঙ্গে অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়ে প্রার্থনা সারেন ঊর্মিলা মাতন্ডকর।