মুম্বই, ১৮ জানুয়ারি: এবার এক রাজনৈতিক দলের বিরুদ্ধে ফুঁসে উঠলেন ঊরফি জাভেদ (Uorfi Javed)। কোনও রাজনৈতিক দলের অধিকার নেই হিংসা ছড়ানোর। এমনকী, আইন নিজের হাতে তুলে নেওয়ারও অধিকার কারও নেই বলে মন্তব্য করেন ঊরফি। সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি (BJP) নেত্রী চিত্রা ওয়াগ ঊরফি জাভেদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ঊরফি প্রকাশ্যে নগ্নতা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন চিত্রা। ঊরফির বিরুদ্ধে যাতে মুম্বই (Mumbai) পুলিশ পদক্ষেপ করে, সে বিষয়ে সওয়াল করতে শোনা যায় চিত্রা ওয়াগকে। যা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ যখনই ঊরফির বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বলেন, সেই সময় পালটা তোপ দাগেন অভিনেত্রী। তিনি বলেন, চিত্রা ওয়াগের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করেন।
এমনকী কঙ্গনা রানাউতও বিভিন্ন ধরনের খোলামেলা পোশাক পরেন। কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপ না হলে, তার বিরুদ্ধে কেন হবে বলেও প্রশ্ন তুলতে দেখা যায় ঊরফি জাভেদকে। বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই এবার ফের মহারাষ্ট্রের মহিলা কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন অভিনেত্রী।
আরও পড়ুন: Uorfi Javed Goes Bold: টিউব টপে ফের যেন আগুন ছড়ালেন ঊরফি জাভেদ
সম্প্রতি ঊরফি যখন মহারাষ্ট্রের মহিলা কমিশনের অফিসে যান, তা দেখে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। ঊরফি মহিলা কমিশনের দ্বারস্থ হলেও, কোনও সুরাহা পাননি বলেই কি এবার তোপ দাগলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
Cannot thank @ChakankarSpeaks @Maha_MahilaAyog for standing up for what’s right . No political party has the right to resort to violence and publicly threaten to hit anyone . No one can take law in their hands .
— Uorfi (@uorfi_) January 18, 2023