Sushant With His Sister (Photo Credit: Twitter)

মুম্বই, ১৫ জুন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্লুত দিদি শ্বেতা সিং কৃতি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুশান্তের ছবি শেয়ার করে কার্যত কেঁদে ফেলেন প্রয়াত অভিনেতার দিদি। প্রত্যেক মুহূর্তে ভাইকে তিনি চোখে হারান বলে মন্তব্য করেন শ্বেতা সিং কৃতি। তাঁর প্রত্যেক শ্বাসপ্রশ্বাসে সুশান্ত রয়েছেন বলে কান্না ঝরে পড়ে এসএসআর-এর দিদির গলায়।

আরও পড়ুন:  Rhea Chakraborty's Video On Sushant Singh Rajput: সুশান্তের মৃত্যুর তিন বছর পার, না-দেখা ভিডিয়ো শেয়ার করে কটাক্ষের মুখে রিয়া

২০২০ সালে মুম্বইয়ের ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মৃতেদেহ। সুশান্তের মৃত্যু কীভাবে হল, তা যেন আজও ধোঁয়াশা। সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। কয়েক মাস জেলে থাকার পর অবশেষে জামিন পান রিয়া। তবে জামিন পেলেও সুশান্তের মৃত্যুবার্ষিকীতেও কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।