
মুম্বইম ২০ মেঃ রাজু, শ্যাম এবং বাবু ভাইয়া - এই তিন জনের একজনকে ছাড়াও অসম্পূর্ণ 'হেরা ফেরি'। অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল বলিউডের তিন তারকা ওই তিন চরিত্রের প্রাণ। কিন্তু সদ্য পরেশ রাওয়াল (Paresh Rawal) ছবির সিক্যুয়াল 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করতেই শুরু হয় জোর জল্পনা। কিন্তু পরেশ ছাড়া যে ছবিটি একেবারেই সম্ভব নয়, এএনআই-কে জানালেন সুনীল (Suniel Shetty)।
সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে সুনীল শেট্টি বললেন, 'পরেশ রাওয়ালের হেরা ফেরি ৩ থেকে বেরিয়ে যাওয়ার খবরে আমি হতভম্ব। গতকালই খবরটা আমি পেয়েছি। তারপর এই নিয়ে নানা কিছু শুনছি। আমি তাঁকে ফোন করে পুরো বিষয়টা নিয়ে খোঁজখবর নেব'। বলিউডে বহু প্রতীক্ষিত সিনেমার মধ্যে অন্যতম 'হেরা ফেরি ৩', সে কথাও উল্লেখ করেছেন সুনীল।
পরেশ ছাড়া 'হেরা ফেরি ৩' অসম্ভবঃ
অভিনেতার আরও সংযোজন, 'পরেশ রাওয়ালকে ছাড়া একশো শতাংশ এই ছবি বানানো সম্ভব নয়। আমায় কিংবা অক্ষয় কুমারকে ছাড়া ছবিটি বানানো ১ শতাংশ হলেও সম্ভব। কিন্তু পরেশজিকে ছাড়া একেবারেই অসম্ভব'।
পরেশ রাওয়াল হেরা ফেরি-র সিক্যুয়াল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করতেই তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন ছবির সহ-অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। হেরা ফেরি থ্রি থেকে হঠাৎ করে সরে যাওয়ার জন্যে ক্ষতিপূরণ হিসাবে পরেশের কাছ থেকে ২৫ কোটি টাকা দাবিও করেছেন আক্কি। তাঁর বিরুদ্ধে 'চরম অপেশাদার আচরণের' অভিযোগ তুলেছেন অক্ষয় কুমার।