মুম্বই, ২০ মেঃ হেরা-ফেরি-র (Hera Pheri) ত্রয়ীর জুটি ভেঙে দিয়ে ছবি থেকে বেরিয়ে গিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি সেই খবর সামনে আসতেই মন ভার হয় অনুরাগীদের। বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিক্যুয়াল 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3)। দীর্ঘদিন ধরেই দর্শকরা ছবিটির জন্যে অপেক্ষা করে আছেন। তবে এরই মাঝে পরেশ রাওয়াল জানান, হেরা ফেরি-র সিক্যুয়াল ছাড়ছেন তিনি। এই সিরিজের নতুন সিনেমায় তাঁকে আর দেখা যাবে না। প্রবীণ অভিনেতার এই ঘোষণার পরেই তাঁকে আইনি নোটিস পাঠালেন ছবির সহ-অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। হেরা ফেরি থ্রি থেকে হঠাৎ করে সরে যাওয়ার জন্যে ক্ষতিপূরণ হিসাবে পরেশের কাছ থেকে ২৫ কোটি টাকা দাবি করেছেন অক্ষয়।

অপেশাদার পরেশ রাওয়াল?

জানা যাচ্ছে, অক্ষয় কুমার তাঁর প্রযোজনা সংস্থা, 'কেপ অফ গুড ফিল্মস' মারফত পরেশ রাওয়ালকে আইনি নোটিসটি পাঠিয়েছেন। প্রবীণ অভিনেতার বিরুদ্ধে 'চরম অপেশাদার আচরণের' অভিযোগ তুলেছেন আক্কি। নোটিসে উল্লেখ, ছবি ঘিরে আইনি চুক্তি স্বাক্ষর করে, শুটিং শুরু করার পরে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গিয়েছেন পরেশ রাওয়াল। পেশাদার সততা এবং বাণিজ্যিক নৈতিকতার প্রতি অবজ্ঞা দেখিয়েছেন তিনি। এরপরেই পরেশের বিরুদ্ধে আইনি পথে হাঁটেন অক্ষয়। আইনি নোটিস পাঠিয়ে ২৫ কোটি টাকা দাবি করেছেন।

আরও পড়ুনঃ মুখোমুখি মারকাটারি অ্যাকশনে হৃত্বিক-এনটিআর, ছেড়ে কথা বলবে না কেউ, সামনে এল 'ওয়ার ২'এর জমজমাট টিজার

এক সূত্র জানাচ্ছে, পরেশ রাওয়াল যদি ছবিটি না করতে চান, তাহলে আইনি চুক্তি স্বাক্ষর করার, স্বাক্ষরের অর্থ গ্রহণ করার এবং প্রযোজককে শুটিংয়ে এত টাকা ব্যয় করার আগে সেটি জানাতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। আইনি চুক্তি স্বাক্ষর করে শুটিং শুরু হওয়ার পর এখন আচমকা বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন। আর সেটাই তাঁর অপেশাদারিত্বের পরিচয়।