Suhana Khan (Photo Credit: Yogen Shah)

মুম্বই, ৪ ফেব্রুয়ারি: পরিচালক জোয়া আখতারের (Zoya Akhtar) বাড়িতে প্রবেশ করতে দেখা গেল সুহানা খানকে। মাস্কে মুখ ঢেকে এক্কেবারে সাধারণ পোশাকে বলিউডের এই পরিচালকের বাড়িতে প্রবেশ করতে দেখা যায় শাহরুখ-কন্যাকে। তবে কী কারণে সুহানা খান জোয়া আখতারের বাড়িতে যান, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে আর্চি কমিক্সের রিমেক তৈরি করতে পারেন জোয়া। সেই কারণেই সুহানা জাভেদ-কন্যার বাড়িতে যান বলে গুঞ্জন শোনা যায়।

দেখুন...

জোয়ার বাড়িতে প্রবেশ করছেন সুহানা খান...

শুধু তাই নয়, জোয়া আখতার আর্চি কমিক্সের যে রিমেক তৈরি করবেন, সেখানে খুশি কাপুর, অগস্ত নন্দাও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও জোয়া আখতার এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন:  Karishma Tanna Wedding: বিয়ের আগে করিশ্মার মেহেন্দি শুকোচ্ছেন হবু বর, দেখুন ভিডিয়ো

এদিকে সুহানা (Suhana Khan) যখন জোয়া আখতারের বাড়িতে, সেই সময় শাহরুখ (Shah Rukh Khan) ব্যস্ত পাঠানের শ্যুটিংয়ে। যশরাজের ব্যানারে এই ছবিতে শাহরুকের বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন।