মুম্বই, ১৪ জুলাইঃ আম্বানিতে অনষ্ঠানে শাহরুখ খানের কন্যা সুহানা খানের (Suhana Khan) পরা শাড়ি চেনা লেগেছে তাঁর অনেক ভক্তেরই। আগেও একবার ওই একই শাড়িতে বলিউডের এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ১২ এপ্রিল মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে বসেছিল বিশ্বের অন্যতম ধনী শিল্পপতী মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আসর (Anant-Radhika Wedding)। বিলাসবহুল এবং ব্যয়বহুল এই বিয়ের অনুষ্ঠানের অতিথি ছিলেন বলিউড তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক তারকা, শিল্পপতী এবং রাজনীতিবিদরাও। আম্বানি পরিবারের সঙ্গে শাহরুখ খানের (Shah Rukh Khan) সম্পর্ক খুবই ভালো। তাই আম্বানিদের সকল অনুষ্ঠানেই সপরিবারে কিংবা একা পৌঁছে যান কিং খান। অনন্ত-রাধিকার বিয়ের দিন যখন একে একে বলি তারকারা রকমারি পোশাকের দ্যুতি ছড়াচ্ছেন তখন সুহানাকে (Suhana Khan) দেখা গেল পুরনো এক শাড়িতে। দুবছর আগে দিওয়ালি পার্টিতে ওই একই শাড়ি পরেছিলেন শাহরুখ কন্যা।
আম্বানিদের অনুষ্ঠানে সুহানা-আরিয়ান...
View this post on Instagram
২০২২ সালে পোশাকশিল্পী মণীশ মালহোত্রার বাড়িয়ে আয়োজিত দিওয়ালি পার্টিতে আইভরি এবং সোলানি রঙের একটি শাড়িতে ধরা দিয়েছিলেন সুহানা। শাড়ির সঙ্গে মানানসই নুডলস স্ট্রিপের ব্লাউজে শাহরুখ কন্যার লুক ছিল অনবদ্য। আম্বানি পুত্রের বিবাহ অনুষ্ঠানে সেই একই শাড়ি, ব্লাউজে দেখা গিয়েছে 'আর্চিস' অভিনেত্রীকে।
২০২২ সালে সুহানার দিওয়ালি লুক...
#SuhanaKhan giving us #Diwali looks goal by setting the internet on fire! 🔥 pic.twitter.com/uxwEustgjy
— Suhana Khan (@SuhanaKhanClub) October 21, 2022
১২ জুলাই অনন্ত-রাধিকার বিবাহ সম্পন্ন হয়েছে। ১৩ জুলাই ছিল আশীর্বাদ অনুস্থান। নব্দম্পতিকে আশীর্বাদ করতে পৌঁছে গিয়েছিলেন সকল অতিথি। বিবাহ এবং আশীর্বাদে থাকলেও রবিবার অনন্ত-রাধিকার বিবাহ পরবর্তী 'মঙ্গল অনুষ্ঠান’ থাকতে পারবে না খান পরিবার। রবিবার কাকভোরে কালিনা বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শাহরুখ এবং গৌরী। জান যাচ্ছে, আসন্ন ছবি 'কিং'এর শুটিংয়ের জন্যে বেজায় ব্যস্ত কিং খান। লন্ডনে চলছে শুটিং। শুটিং থেকে দু'দিনের ছুটি নিয়ে আম্বানিদের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন শাহরুখ (Shah Rukh Khan)। এই ছবিতে রয়েছেন মেয়ে সুহানা খানও (Suhana Khan)।