Suhana Khan: মা-মেয়ের তুখোড় জুটি, শাহরুখ কন্যায় মুগ্ধ নেট জনতা
গৌরী খান, সুহানা খান, ছবি ট্যুইটার

মুম্বই, ৪ অগাস্ট: সারবেরিয়ায় (Serbia) বেড়াতে গেলেন গৌরী খান,  সুহানা খান। সারবিয়ায় বেড়াতে গিয়ে সেখানে মা-মেয়ের তুখোড় জুটি এল প্রকাশ্যে। গৌরী খান (Gauri Khan ) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন। সুহানা এবং তাঁর ফ্যাশন দুরস্ত ছবি দেখে অনুরাগীরা আপ্লুত হয়ে যান। অনুরাগীদের পাশাপাশি গৌরী খান এবং সুাহানা খানের (Suhana Khan) প্রশংসা করেন সুজান খান, সীমা খানের মতো বি টাউনের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। মায়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হাজির হয়ে ছবির প্রশংসা করতে দেখা যায় সুহানা খানকেও।

 

 

View this post on Instagram

 

যদিও গৌরী এবং সুহানার সঙ্গে দেখা যায়নি শাহরুখ খানকে। পাঠানের শ্যুটিং নিয়ে ব্যস্ত হওয়াতেই শাহরুখকে (Shah Rukh Khan) গৌরী এবং সুহানার সঙ্গে ছুটি কাটানোর ছবিতে দেখা যায়নি বলে মনে করছেন অনুরাগীরা।

আরও পড়ুন: Bell Bottom: লারা যেন ইন্দিরা, 'বেল বটমের' লুকে চমকে দিলেন অভিনেত্রী

সম্প্রতি ডাব্বু রত্নানির ক্যালেন্ডারে কেতাদুরস্ত লুকে দেখা যায় শাহরুখ খানকে। জলে ভেজা শরীরের সঙ্গে মানানসই অ্যাবস নিয়ে ডাব্বুর ক্যালেন্ডার শ্যুটে হাজির হন কিং খান।