Shatrughan Sinha Shares AI Photo Of Saif Ali Khan and Kareena Kapoor (Photo Credits: X)

মুম্বই, ১৯ জানুয়ারিঃ বাড়ির অন্দরে দুষ্কৃতীর প্রবেশ এবং সইফ আলি খানের উপর হামলা (Saif Ali Khan Attacked)। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে। মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা বান্দ্রা (Bandra)। শাহরুখ (SRK), সলমন (Salman Khan), আমির (Aamir Khan), সইফ থেকে শুরু করে বহু তারকার বাস সেখানে। ফলে বান্দ্রা এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সইফের উপর হামলাকারী ব্যক্তি।

আরও পড়ুনঃ সইফের বাড়ি আগেই রেকি করে গিয়েছেন হামলাকারী, গ্রেফতারির পর উঠে এল নানা তথ্য

রবিবার থানের হিরানন্দানি এস্টেটে মেট্রো নির্মাণকাজের পিছনে শ্রমিকদের থাকার জায়গা থেকে পুলিশ গ্রেফতার করেছে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ ওরফে মোহাম্মদ ইলিয়াসকে। এদিকে হাসপাতাল সূত্রে খবর, অভিনেতা আগের থেকে ভালো আছেন। আইসিইউ (ICU) থেকে সরিয়ে সাধারণ শয্যায় দেওয়া হয়েছে তাঁকে। রবিবার প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) আহত সইফের দ্রুত সুস্থতা কামনা করে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি ঘিরেই এবার নেটিজেনদের ট্রোলের মুখে তৃণমূল সাংসদ।

AI ছবি শেয়ার করে ট্রোলের শিকার শত্রুঘ্ন সিনহাঃ

প্রবীণ অভিনেতা তথা সাংসদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন সইফ (Saif Ali Khan)। তাঁর হাতে চ্যালেন করা। পাশে বসে রয়েছেন স্ত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। মুখে হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে দুজনেই।

সইফ-করিনার AI ছবি...

এই ছবির সঙ্গে সইফের সুস্থতা কামনা করে একরাশ বার্তাও পাঠিয়েছেন শত্রুঘ্ন। তবে এই ছবি আসলে হাসপাতালের শয্যায় আহত সইফ কিংবা করিনার নয়। এটি ভুয়ো, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে বানানো ছবি, দাবি নেটিজেনের। একজন সাংসদ হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) এমন অপপ্রচার করার ক্ষুব্ধ নেটবাসী।